শত্রু থাকে ওৎ পেতে,
আন্তঃজালে বন্ধুর দলে।
তথ্য বাটুন ভেবে চিন্তে
শত্রু থাকে বন্ধুর ছলে।
পাদটীকা: সামাজিক মাধ্যমে তথ্য ভাগাভাগি করার ক্ষেত্রে আমাদের সচেতনতা অবলম্বন করা উচিত, কারণ বন্ধু দলে থাকা ব্যক্তিটি প্রকৃতার্থেই বন্ধু, নাকি শত্রু সে বিষয়ে আমরা নিশ্চিত করে বলতে পারি না। তাই সামাজিক মাধ্যমে আমাদের যথাযথ সতর্কতা অবলম্বন করা উচিত।
আন্তঃজালে বন্ধুর দলে।
তথ্য বাটুন ভেবে চিন্তে
শত্রু থাকে বন্ধুর ছলে।
পাদটীকা: সামাজিক মাধ্যমে তথ্য ভাগাভাগি করার ক্ষেত্রে আমাদের সচেতনতা অবলম্বন করা উচিত, কারণ বন্ধু দলে থাকা ব্যক্তিটি প্রকৃতার্থেই বন্ধু, নাকি শত্রু সে বিষয়ে আমরা নিশ্চিত করে বলতে পারি না। তাই সামাজিক মাধ্যমে আমাদের যথাযথ সতর্কতা অবলম্বন করা উচিত।
- আরিফুর রহমান, নরওয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন