লভ্যতা; শ্লোক - ২৬২

এক ফোঁটা জল নেই
জীবনে যখন খরা।
অবিরাম বৃষ্টি রাশি
জলাধার যখন ভরা।

পাদটীকা: জীবনে যখন যেটা প্রয়োজন সর্বদা তখন সেটা উপলব্ধ থাকে না। প্রয়োজন ফুরিয়ে গেলে কখনো কখনো উক্ত জিনিসের সহজ লভ্যতা দেখা দেয়। 
আরিফুর রহমান, নরওয়ে।

লভ্যতা; শ্লোক - ২৬২


মিনি কাব্য - ২৩৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বিশ্বাস খুবই সুক্ষ বিষয়,
আস্থায় গড়ে, ভাঙ্গে সংশয়।
প্রেম ও ধর্ম বিশ্বাসে গড়ে,
সন্দেহে ভাঙ্গে, ভিত্তি নড়ে।

মিনি কাব্য - ২২৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
দূর্বল বুনিয়াদে ভবন
ভূমিকম্পে ঝুকি পূর্ণ।
দূর্বল বিশ্বাসে প্রেম
সন্দেহে ভাঙ্গে হয় চূর্ণ।

আবদ্ধ; শ্লোক - ২০৪

প্রকৃত প্রেম আবদ্ধ করে
মায়ায় ভালোবাসায়।
স্বার্থে তাড়িত সম্পর্ক বাঁধে
শক্ত শিকলে খাঁচায়।

পাদটীকা: কিছু সম্পর্ক মানুষকে ভালোবাসার মায়াজালে আবদ্ধ করে, আরো কিছু সম্পর্কে ভিত্তি করে মানুষ মানুষকে পরাধীনতার শিকলে আবদ্ধ করে।  
আরিফুর রহমান, নরওয়ে।

আবদ্ধ; শ্লোক - ২০৪


পরাজিত; শ্লোক - ২০৩

বাস্তবের কাছে পরাজিত
আবেগের কাছে নই।
তিক্ত-মধুর প্রেমের কথা
তাই তোমারেই কই।

পাদটীকা: মানুষ অনেক সময় বাস্তবের কাছে অসহায়। পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকায় ইচ্ছে থাকা সত্বেও অনেক সময় অনেক গল্পের ইতিবাচক সমাপ্তি ঘটে না। 
আরিফুর রহমান, নরওয়ে।

পরাজিত; শ্লোক - ২০৩


মিনি কাব্য - ১৯০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যে আমায় ভালোবেসে,
নিজ হাতে বানাবে পরোটা, দই!
তাকে দেবো আমার সকাল;
কারো শখ হতে চাই, প্রয়োজন নই।

মিনি কাব্য - ১৮৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
অনুভূতিটা অন্য রকম;
প্রথম ভালোবাসা কোন গোলাপ।
জগৎ ঘুরে ক্লান্ত সকালে,
আচমকা কুড়ি বছর পর আলাপ।

প্রেমেরভেদ; শ্লোক - ১৮২

শরীরবৃত্তীয় প্রেম টেনে নেয় বিছানায়,
ক্ষেত্রভেদে তা বিছানা থেকে শুরু হয়।
হৃদয়বৃত্তীয় প্রেম হৃদয়ের গভীর হতে
স্বর্গীয় অনুভূতিময়, ভাবায়, কাঁদায়।

পাদটীকা: প্রেমের সংজ্ঞা এবং প্রেম সংক্রান্ত উপলব্ধি এবং অভিজ্ঞতা ব্যক্তিভেদে বিভিন্ন রকম। 
আরিফুর রহমান, নরওয়ে।

প্রেমেরভেদ; শ্লোক - ১৮২


ভালবাসা; শ্লোক - ১৫৭

ভালবাসা
পানির পোঁকা।
ধরতে যাও
দিবে ধোঁকা।

পাদটীকা: ভুল মানুষকে ভালোবাসলে ধোঁকা খাওয়া বা কষ্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।  
আরিফুর রহমান, নরওয়ে।

ভালবাসা; শ্লোক - ১৫৭


মিনি কাব্য - ১৫৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জীবনের সাথে যুদ্ধ করে
গিয়েছি সম্মুখ পথে তেড়ে।
দূরত্বের কাছে জিতে গিয়েও,
গেলাম তোমার কাছে হেরে।

মিনি কাব্য - ১৫২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সত্ত্যিকারের ভালোবাসা
ছাড়তে চায় না হাত,
ঠুনকো ঝড়ো বাতাসে তা
হয় না কুপোকাত।

মিনি কাব্য - ১২৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ঘুমেরা আসুক স্বপ্ন নিয়ে
তোমার ক্লান্ত চোখে।
সুখের রঙে ঢেউ খেলে যাক
ফুটুক হাসি মুখে।

মিনি কাব্য - ৯০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
তুমি বৃষ্টি হয়ে এসো
আমার বারান্দায়।
আমি হাত বাড়িয়ে দেবো,
স্বাগতম জানাবো তোমায়। 

প্রাক্তন; শ্লোক - ৭১

ফেলে যাওয়া প্রাক্তন 
বারবার ফিরে আসে। 
ইশারায় কাছে ডাকে, 
জানালায় এসে হাসে। 

পাদটীকা: অতীতের সাথে বর্তমান অবিচ্ছেদ্য সম্পর্কে যুক্ত, আর এই সম্পর্কের কারণে বারবার ফিড়ে আসে। গন্তব্য ভিন্ন হলেও কোথাও কোথাও আমরা একই পথ যাত্রী তাই আমরা বার বার প্রাক্তনের মুখোমুখি হই।
আরিফুর রহমান, নরওয়ে।

প্রাক্তন; শ্লোক - ৭১


মিনি কাব্য - ৬৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বসন্ত যায়, কোকিলের সব
দূরে থাকে।
কথায় কথায় বেলা বয়ে যায়
দাড়ি পাকে।

অতিথি; শ্লোক - ৪৬

যে চলে যেতে চায়
তাকে এগিয়ে দাও।
প্রয়োজনে মনটাকে
পাথরে বেধে নাও।

পাদটীকা: যে ব্যক্তি তোমাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে, তাকে যেতে দেয়াই শ্রেয়। যদি কখনো সে তোমাকে প্রয়োজন এবং প্রিয়জন মনে করে তাহলে সে আপনা আপনি ফিড়ে  আসবে। কারণ, বলপূর্বক কখনো কোন সুসম্পর্ক স্থাপন করা যায় না।  
আরিফুর রহমান, নরওয়ে।
অতিথি; শ্লোক - ৪৬


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন