মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যে আমায় ভালোবেসে,
নিজ হাতে বানাবে পরোটা, দই!
তাকে দেবো আমার সকাল;
কারো শখ হতে চাই, প্রয়োজন নই।