মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সত্ত্যিকারের ভালোবাসা
ছাড়তে চায় না হাত,
ঠুনকো ঝড়ো বাতাসে তা
হয় না কুপোকাত।
আরিফুর রহমান
-----------------
সত্ত্যিকারের ভালোবাসা
ছাড়তে চায় না হাত,
ঠুনকো ঝড়ো বাতাসে তা
হয় না কুপোকাত।
আরিফুর রহমানের জীবন দর্শন, ভাবনা, অভিজ্ঞতা শব্দে ও ছন্দে চিত্রায়িত
একটি মন্তব্য পোস্ট করুন