জীবন পথ; শ্লোক - ২

ভুল পথ নিয়ে যায় 
অচিন ঠিকানায়। 
সঠিক দিশায় ধাবিত 
সঠিক নিশানায়। 

পাদটীকা: ভুল পথে হেঁটে সঠিক ঠিকানায় পৌঁছানো সম্ভব নয়। সঠিক ঠিকানায় পৌঁছাতে হলে আমাদের সঠিক পথ ধরে হাঁটা উচিত। উদ্দেশ্যহীন না চলে জীবনে লক্ষ্য নির্ধারণ করে চলা উচিত।
আরিফুর রহমান, নরওয়ে।

জীবন পথ; শ্লোক - ২


মতামত; শ্লোক - ২৬

পরস্পর কখনো সহমত,
কখনো ভিন্ন মত।
শত মতামতের ভীড়ে,
খুঁজে পাই নব পথ।

পাদটীকা: সকলেই মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। যত মত তত পথ, অর্থাৎ সকলেই যদি নিজ নিজ মত প্রকাশ করার সুযোগ পায় তাহলে সেখান থেকে শত মতামতের ভীড়েও সঠিক মত বা সঠিক পথ খুঁজে পাওয়ার তীব্র সম্ভাবনা থাকবে।
আরিফুর রহমান, নরওয়ে।

মতামত; শ্লোক - ২৬


নানা; শ্লোক - ২৪৯

নানা যুক্তি
নানা মত।
নানা গন্তব্য
নানা পথ।

পাদটীকা: আমাদের সকলের শিক্ষা, জ্ঞান, চিন্তা চেতনা এক নয়।  তাই আমাদের যুক্তি এবং মতাদর্শ ভিন্ন। পৃথিবীতে অনেক পথ, কিন্তু সকলের গন্তব্য বা লক্ষ্য এক নয়, তাই আমরা ভিন্ন ভিন্ন পথে হাটি।
আরিফুর রহমান, নরওয়ে।

নানা; শ্লোক - ২৪৯


পণ; শ্লোক - ৪৯৫

একলা জগতে আসা;
একলা লড়তে হয়, চলতে হয় পথ।
একলা এগিয়ে যাবো,
লক্ষ্যে পৌছে যাবো, এটাই শপথ।

পাদটীকা: মানব শিশু হিসেবে আমরা ভূমিষ্ট হই একা, এবং মৃত্যু বরণ করি একা। জন্ম এবং মৃত্যুর মাঝখানের সময়টাতে কেউ এসে পাশে দাঁড়াবে, এবং সহযোগিতা করবে এই ভাবনায় বসে না থেকে একলা পথ চলতে শেখা উচিত এবং ভবিষ্যৎ অনিশ্চিত জেনেও আপন লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত।
- আরিফুর রহমান, নরওয়ে।

পণ; শ্লোক - ৪৯৪

শূণ্যতা; শ্লোক - ৬৫

মাঝে মাঝে বুকের মাঝে শুন্য শুন্য লাগে
মায়ের মুখটা চোখে ভাসে, মাকে মনে পড়ে।
আকাশ ভেঙ্গে কান্না পায়, বুক ভেঙে যায়
বাকিটা পথ হাটতে হবে একা জগৎ-সংসারে।

পাদটীকা: আমার মায়ের স্মরণে।
আরিফুর রহমান, নরওয়ে।


চিত্র: আরিফুর রহমান

নক্ষত্র; শ্লোক - ২৫৮

সব নক্ষত্রের ঠাঁই হয়না
সৌরজগতে বা আকাশে।
কিছু প্রজ্জ্বলিত হৃদয়াকাশে,
জীবদ্দশার সুকর্ম বিকাশে।

পাদটীকা: কিছু কিছু নক্ষত্র আমাদের রাতের আকাশকে আলোকিত করে অন্ধকারেও পথ দেখায়, আর কিছু নক্ষত্র আছে যাদের কর্ম আদর্শ আমাদের অনুপ্রাণীত করে জীবনের লক্ষ্য পথে এগিয়ে চলতে। 
আরিফুর রহমান, নরওয়ে।

নক্ষত্র; শ্লোক - ২৫৮


মিনি কাব্য - ১০৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
কিছু ফুল ফোটার আগেই ঝরে যায়,
গল্প তাঁহার অসমাপ্তই রয়ে যায়।
নানান পথের বিড়ম্বনায়, মরীচিকায়
বিপথে পথিক পথ হারায়।

মিনি কাব্য - ২১৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ভালো লাগে, যখন
কেউ আমার কর্ম করে অনুকরণ।
ভালো লাগে, যখন কেউ
আমার পথ করে অনুসরণ।

প্রাক্তন; শ্লোক - ৭১

ফেলে যাওয়া প্রাক্তন 
বারবার ফিরে আসে। 
ইশারায় কাছে ডাকে, 
জানালায় এসে হাসে। 

পাদটীকা: অতীতের সাথে বর্তমান অবিচ্ছেদ্য সম্পর্কে যুক্ত, আর এই সম্পর্কের কারণে বারবার ফিড়ে আসে। গন্তব্য ভিন্ন হলেও কোথাও কোথাও আমরা একই পথ যাত্রী তাই আমরা বার বার প্রাক্তনের মুখোমুখি হই।
আরিফুর রহমান, নরওয়ে।

প্রাক্তন; শ্লোক - ৭১


মরীচিকা; শ্লোক - ১৯২

মরীচিকার পিছে ছোটে
নতুন পথিক।
সোজা পথ ফেলে হাঁটে
দিক বিদিক।

পাদটীকা: মানুষ কৌতূহলের বশে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। আলেয়ার পিছে ছুটতে গিয়ে জীবনের অনেক গুরুত্ত্বপূর্ণ সময় নষ্ট করে। 
আরিফুর রহমান, নরওয়ে।

মরীচিকা; শ্লোক - ১৯২


মিনি কাব্য - ১৭০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জীবন হলো একমুখো পথ,
আমরা রথ যাত্রী সবে।
সব যাত্রী চলে যাবে,
যাত্রা শেষে পদধূলী রবে।

বদলায়, শ্লোক - ২৫

বদলায় নদীর স্তর, স্রোত গতি পথ,
বদলায় নীতি, নানা অভিমত।
টাকা হাত বদলায়, সম্পর্ক বদলায়,
বদলায় মানুষ, হয় সৎ অসৎ।

পাদটীকা: জগতে কিছুই চিরিস্থায়ী নয়; পরিবর্তন জগতের ধর্ম। এ মহাবিশ্বের প্রতিটি উপকরণ বিবর্তনের ফসল। এখানে এক গল্প শেষের মধ্য দিয়ে নতুন গল্প শুরু হয়। এখানে চিরস্থায়ী বলে কিছুই নাই, চিরস্থায়ী বলে যা আছে, তা হলো পরিবর্তন।
আরিফুর রহমান, নরওয়ে।

বদলায়, শ্লোক - ২৫


ভুলোময়; শ্লোক - ৫৭

মন ভুলে ভুলে ভুলোময়,
ভুলে ভরা জীবন তাঁর। 
এক দৃষ্টে জ্ঞানী, অন্য দৃষ্টে
ভুল করেই সময় পার।

পাদটীকা: কোনো কোন ব্যক্তি ভুল করে করে শেখে, ভুল থেকে শিক্ষা নিয়ে জীবন পথ অতিক্রম করে। কোনো কোন দৃষ্টিকোণ এমন ব্যক্তিকে জ্ঞানী ভাবে যে ভুল করে শেখে, অন্য দৃষ্টিকোণ থেকে শুধু তার ভুলগুলো দেখে। 
আরিফুর রহমান, নরওয়ে।


একলা; শ্লোক - ১৬৩

একলা একা পথ চলা
একলা একা হাঁটা।
একলা একা সুখ দুঃখ,
একলা জোয়ার ভাটা।

পাদটীকা: জীবনে কখনো কখনো পরিস্থিতি মোকাবেলা একা করতে হয়।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: সাইমন মিগাজ

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন