ফেলে যাওয়া প্রাক্তন
বারবার ফিরে আসে।
ইশারায় কাছে ডাকে,
জানালায় এসে হাসে।
পাদটীকা: অতীতের সাথে বর্তমান অবিচ্ছেদ্য সম্পর্কে যুক্ত, আর এই সম্পর্কের কারণে বারবার ফিড়ে আসে। গন্তব্য ভিন্ন হলেও কোথাও কোথাও আমরা একই পথ যাত্রী তাই আমরা বার বার প্রাক্তনের মুখোমুখি হই।
- আরিফুর রহমান, নরওয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন