সূর্য ঈশ্বর তূল্য;
উভয়েরই কারণ ধ্বংস ও সৃষ্টি।
জন্ম দেয় নতুনের,
খরা, মরা, তাপ, ঝড় ও বৃষ্টি।

পাদটীকা: সূর্য কেবলই একটি নক্ষত্রের নাম নয়, সূর্য আমাদের সৌরজগতের মধ্যমনি। সূর্য আছে বলেই পৃথিবীতে জীবন চক্র চলমান আছে।

সূর্য; শ্লোক - ৩১৪