মিনি কাব্য - ১৮৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
আচমকা দেখি বেলা শেষে;
ঘুণ পোকা মানুষের বেশে,
দানবের মত হেসে হেসে,
বিচরণ করে আমার দেশে।

মিনি কাব্য - ১৩১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বান্দর কে দিলে প্রশ্রয়
পেয়ে যায় লাই।
মাথায় উঠে ভাংবে কাঠাল
রক্ষা তোমার নাই।

মিনি কাব্য - ১২৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মগের মুল্লুকে মগেরা সব
বগল বাজায় মহোৎসবে।
সুবোধেরা সব পালিয়ে যাবে
নয়তো চিল-শকুনে খাবে।

মিনি কাব্য - ১২১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বিশ্বজিৎ এবং অভিজিতদের
উগ্র সন্ত্রাসী করে খুন।
বিচারের পালে হাওয়া লাগেনা
অদৃশ্য হাত টানে গুণ।

বন্দনা; শ্লোক - ১০৬

স্বদেশ বন্দনা করি আমি
আবার মাতৃ বন্দনাও করি।
উভয়েরই সন্তান আমি
শ্রদ্ধা ভরে মাথা নত করি।

পাদটীকা: স্বদেশ প্রেম এবং মাতৃ ভক্তি।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: অ্যালেক্স পাসারেলু

মিনি কাব্য - ৭৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বিষাক্ত সাপ নিয়ে খেলতে নেই,
ছোবল দিবে গায়।
ছটফটিয়ে মৃত্যু হবে
বিষের যন্ত্রনায়।


ত্তঁচলাকুড়; শ্লোক - ৭৪

যে ভূমে নাই শিল্পের মর্ম,
সে ভূমি ত্তঁচলাকুড়, বৃথা
শিল্পীর জন্ম, কর্ম ও ঘর্ম,
শিল্প সেথা অপরাধ সম।

পাদটীকা: ত্তঁচলাকুড় ময়লার স্তুপ, সেখানে উচ্ছিষ্ট বস্তু স্থান পায় মূল্যবান শিল্পকর্ম সেখানে শোভা পায় না। কোনো শিল্পকর্ম যদি আস্তাকুড়ে পরে থাকে তাহলে সেই বস্তুর শিল্প এবং গুনগত ম্যান নিয়ে প্রশ্ন ওঠে। তাই সে সমাজে শিল্পের মূল্যায়ন নাই সে সমাজ ত্তঁচলাকুড়, শিল্প সেখানে বৃথা, শিল্পী সেখানে অবমূল্যায়িত।  
আরিফুর রহমান, নরওয়ে।


চিত্র: আরিফুর রহমান

আশকারা; শ্লোক - ৭২

শত্রুকে তুমি বসতে দিবে,
খেয়ে দেয়ে শুতে চাবে।
তোমাকে বলাৎকার করে
তোমার মুখে মুতে যাবে।

পাদটীকা: চিহ্নিত শত্রুকে দূর্বল ভেবে কখনো আশকারা দিতে নাই। তার প্রতি তোমার দয়া দাক্ষিণ্যকে তোমার দূর্বলতা মনে করবে।
তুমি তাকে বন্ধু ভাবলেও সে তোমাকে শত্রু বৈ ভিন্ন কিছু ভাববে না, এবং সুযোগ পেলেই সে তোমার ক্ষতি করে চলে যাবে।
আরিফুর রহমান, নরওয়ে।
 

মিনি কাব্য - ৬৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ধর্মের সাপ বড় বিষাক্ত
দংশন করে সব
মানব জাতি বড় অসহায়
নিরব স্বয়ং রব।


বাংলা; শ্লোক - ৬৪

বাংলায় আমি কথা বলি,
বাংলায় বাসি ভালো।
বাংলায় আমি স্বপ্ন দেখি,
দেখি আশার আলো।

পাদটীকা: বাঙালির দৈনন্দিন জীবন, কল্পনা, প্রেম, ঘৃণা, ভাবাবেগ সব বাংলাকে ভিত্তি করে।
আরিফুর রহমান, নরওয়ে।


চিত্র: আরিফুর রহমান

ধর্মান্ধতা; শ্লোক - ৫০

যে আদর্শ ভাবনা ও বাক 
নিয়ন্ত্রণ করে দীন। 
সে আদর্শে ধর্মান্ধ ত্রাস
মানুষ বিবেক হীন।  

পাদটীকা: যে মতাদর্শ মানুষের ভাবনা ও মত  প্রকাশের স্বাধীনতাকে স্তব্ধ করে, সে মতাদর্শ ধর্মান্ধতা এবং ত্রাসের জন্ম দেয়।  
আরিফুর রহমান, নরওয়ে।

খিচুড়ি; শ্লোক - ৩৮

চালের সাথে ডাল মিশালে
নাম হয় খিচুড়ি রান্নার তন্ত্রে।
ধর্মের ও রাজনীতি মিশ্রণে
হয় বিষ; দূষণ শুরু রাষ্ট্রযন্ত্রে।

পাদটীকা: কোন রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থাপনায় ধর্ম এবং রাজনীতির সংমিশ্রণ সর্বস্তরের জনগণের জন্য মোটেও কোন দীর্ঘ মেয়াদি মঙ্গল বয়ে আনে না। ধর্ম এবং রাজনীতির সংমিশ্রনের ভয়াবহ ফল আমরা অতীত ইতিহাসে দেখেছি; বঙ্গভঙ্গ হয়েছে, হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে, শেষ পরিণতিতে ভারত ভাগ হয়েছে, বহু মানুষ প্রাণ হারিয়েছে, মানুষ আপন ভিটেমাটি ছেড়ে উদ্বাস্তু হয়েছে। তাই, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা সকলের কাম্য। 
আরিফুর রহমান, নরওয়ে।

খিচুড়ি; শ্লোক - ৩৮



দুই খন্ড; শ্লোক - ৩৬

যদি বাংলা করি দুই খন্ড
হবে বাং এবং লা।
কেউ বলবে হায় ভগবান
কেউ হায় আল্লাহ।

পাদটীকা: শব্দের সন্ধি বিচ্ছেদ করা যায়, এটি শব্দকে দুইটি শব্দে রূপ দেয়া যায়। শব্দের সন্ধি বিচ্ছেদের মতোই বাংলা এবং বাঙালি বিচ্ছিন্ন; ভৌগোলিক কারণে এপার বাংলা আর ওপর বাংলায়, আর ধর্মের সন্ধি বিচ্ছেদে বাঙালি মুসলিম আর বাঙালি হিন্দুতে।
আরিফুর রহমান, নরওয়ে।

অভিজিৎ; শ্লোক - ৩৫

অভিজিতের জিত হবেই
হবে না তো হার;
কসম করে বলছি আমি,
কসম মানবতার।

পাদটীকা: বাংলাদেশে মুক্তচিন্তা বা মুক্তমত প্রকাশের জন্য যে কয়জনকে নৃশংসভাবে প্রাণ দিতে হয়েছে তাদের মধ্যে অভিজিৎ রায় অন্যতম। আমি কামনা করি একদিন বাংলাদেশের মানুষের সহনশীলতা প্রখর হবে, মানুষ মুক্তচিন্তা বা মুক্তমতকে সম্মান করতে শিখবে। সেদিন কথার জবাব কথায় হবে, যুক্তির জবাব যুক্তিতে। অভিজিতের জয় হোক।
আরিফুর রহমান, নরওয়ে।

অভিজিৎ; শ্লোক - ৩৫


ধর্মগুরু; শ্লোক - ১১

ধর্মগুরু জাহির করে, সে
আধ্যাত্মিক প্রজ্ঞার আধার।
আম জনতায় মূর্খ মানব
কেহ নাই আর তার সমতার।

পাদটীকা: কোন কোন ধর্মগুরু, ধর্মীয় জলসায় বক্তব্য দিতে গিয়ে নিজেকে বিজ্ঞ এবং মহাজ্ঞানী হিসেবে জাহির করে, অনেক মিথ্যা এবং আজগুবি প্রসঙ্গের অবতারণা করে। ধর্মীয় বিষয়বস্তুকে বিশেষ্যায়িত করতে গিয়ে স্বয়ং ধর্মীয় বিষয়বস্তুকে খাটো করে লোক হাসায়।
আরিফুর রহমান, নরওয়ে।

ধর্মগুরু; শ্লোক - ১১


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন