যে পুকুরের অধিকাংশ পিরানহা, 
সে পুকুরে নামতে লাগে ভয়। 
যদি অক্ষত না ফিরি, ক্ষতি করে; 
সর্বদা আতংক, মনে সংশয়। 

পাদটীকা: যে সমাজের অধিকাংশ মানুষ মানবিক শিক্ষার পরিবর্তে উগ্র মতাদর্শে দীক্ষিত হয়, মানবিকের পরিবর্তে ভিন্ন বিশেষ্যণে নিজেকে বিশেষায়িত করে, অন্য মতাদর্শের মানুষের প্রতি সহনশীলতার পরিবর্তে ঘৃণা লালণ করে। সে সমাজ ভিন্ন মতাদর্শীদের জন্য ঝুকিপূর্ণ স্থান।
আরিফুর রহমান, নরওয়ে।

পিরানহা; শ্লোক - ১৯১