মিনি কাব্য - ১৬২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
চিরকাল থাকবে না কেউ,
মনে রাখবে না কেউ।
কালের ধূলোয় ঢেকে যাবে সব।
ভুলে যাবে সবাই, ভুলে যাবে রব।

ভালবাসা; শ্লোক - ১৫৭

ভালবাসা
পানির পোঁকা।
ধরতে যাও
দিবে ধোঁকা।

পাদটীকা: ভুল মানুষকে ভালোবাসলে ধোঁকা খাওয়া বা কষ্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।  
আরিফুর রহমান, নরওয়ে।

ভালবাসা; শ্লোক - ১৫৭


মিনি কাব্য - ১৫৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জীবনের সাথে যুদ্ধ করে
গিয়েছি সম্মুখ পথে তেড়ে।
দূরত্বের কাছে জিতে গিয়েও,
গেলাম তোমার কাছে হেরে।

শিল্পী; শ্লোক - ১৫৪

শিল্পীরা ধনী হয়
মৃত্যুর পরে।
জীবদ্দশায় হতাশায়
কুঁড়ে ঘরে।

পাদটীকা: শিল্পী আপন শিল্পকর্ম বিক্রি করে ধনী বনে গেছেন, বা শিল্পকর্ম বিক্রি করে সুখে জীবন যাপন করেছেন এমন সুখী শিল্পীর দৃষ্টান্ত কোথাও পাইনি। শিল্পী জীবদ্দশায় দুর্বিষহ জীবন যাপন করেছেন, মৃত্যুর পর বিখ্যাত বনে গেছেন আর তার শিল্পকর্ম বিপুল অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে, যা দেখার বা ভোগ করার সৌভাগ্য শিল্পীর কখনো হয়নি, কোন কোন ক্ষেত্রে শিল্পকর্ম বিক্রির বিপুল অর্থ গিয়েছে তৃতীয় পক্ষের পকেটে।
আরিফুর রহমান, নরওয়ে।


শিল্পীর রঙ মাখা হাত

মিনি কাব্য - ১৫২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সত্ত্যিকারের ভালোবাসা
ছাড়তে চায় না হাত,
ঠুনকো ঝড়ো বাতাসে তা
হয় না কুপোকাত।

মিনি কাব্য - ১৫১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যে আসে আপন ইচ্ছায়,
আপন ইচ্ছায় চলে যায়।
তার তরে দুয়ার খুলে দাও;
তাকে ঠেকানো উচিৎ নয়।

মিনি কাব্য - ১৪৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
নিয়তি সেই শৈশব থেকে বরাবরই
আমার প্রতি নিষ্ঠুর, নির্দয়।
কঠিন থেকে কঠিনতর পরীক্ষায়
যাচে আমায় সর্বদায়।

স্থানচুত্য; শ্লোক - ১৪২

স্থানচুত্য বৃক্ষ ও আমায়
সাদৃশ্য বর্তমান।
নতুন মাটিতে শক্ত হইনি
সময় বহমান।

পাদটীকা: নতুন পরিবেশে মানিয়ে নিতে কখনও কখনও সময় লেগে যায়।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: স্কট ওয়েব

মিনি কাব্য - ১৪১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
কোন বৃক্ষকে যখন
একত্র থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়,
নতুন মাটিতে শিকড় বিছিয়ে
শক্ত হয়ে দাঁড়াতে তার সময় লেগে যায়। 

মিনি কাব্য - ১৩৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
দিনকে দিন ধাবিত হচ্ছি
মৃত্যুর পথে।
যাচ্ছি সবাই ধীর গতিতে
সময়ের রথে।

মিনি কাব্য - ১৩২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
গাছ থেকে ফল পেতে
বীজ বুনিতে হয়।
ডিমে নিয়মিত তা দিলে
তবেই, ফুটে বাচ্চা হয়।

মিনি কাব্য - ১৩১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বান্দর কে দিলে প্রশ্রয়
পেয়ে যায় লাই।
মাথায় উঠে ভাংবে কাঠাল
রক্ষা তোমার নাই।

মিনি কাব্য - ১২১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বিশ্বজিৎ এবং অভিজিতদের
উগ্র সন্ত্রাসী করে খুন।
বিচারের পালে হাওয়া লাগেনা
অদৃশ্য হাত টানে গুণ।

মানুষ দর্শন; শ্লোক - ১১৩

নরকে নয় ধরার মাঝে মানবে,
মুখ ও মুখোশে হাসে শয়তান।
অনুরূপ, সাধারণ মানব বেশে
খুঁজলেই পাবে আছে ভগবান।

পাদটীকা: শয়তানের বৈশিষ্ট্য সম্বলিত প্রাণী শুধুমাত্র নরকে, বা দেবতার বৈশিষ্ট্য সম্বলিত শুধুমাত্র স্বর্গে বিরাজমান নয়। উভয় সত্তার বৈশিষ্ট্য সম্বলিত মানুষ আমাদের আশেপাশেই বিরাজমান। আর এই সত্তাদ্বয় কে সনাক্ত করতে আমাদের পর্যবেক্ষণ ক্ষমতাই যথেষ্ট।    
আরিফুর রহমান, নরওয়ে।

মানুষ দর্শন; শ্লোক - ১১৩


স্বর্গ; শ্লোক - ১১১

স্বর্গের বর্ণনা রূপকথায়
আর আছে ধর্ম কথায়।
সংসার-ভবে স্বর্গ মেলে
ভালো কাজ ও কথায়।

পাদটীকা: স্বর্গের বর্ণনা শুধুমাত্র রূপকথা বা ধর্মে বিরাজমান। আর স্বর্গের অস্তিত্ব ভূপৃষ্ঠে বর্তমান। স্বর্গ বিরাজমান পৃথিবীর প্রকৃতিতে, প্রাণীতে, মানব সংসারের ভালো কাজ, কথা ও কর্মে। 
আরিফুর রহমান, নরওয়ে।

স্বর্গ; শ্লোক - ১১১


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন