আরিফুর রহমানের শ্লোক - ৩৬৪
—————————
কাঁচের পাত্র ভাঙলে
বিচূর্ণ, যায় ছড়ায়ে।
হৃদয় যতই ভাঙুক
থাকে তাহা হৃদয়ে।