ভুলোময়; শ্লোক - ৫৭

মন ভুলে ভুলে ভুলোময়,
ভুলে ভরা জীবন তাঁর। 
এক দৃষ্টে জ্ঞানী, অন্য দৃষ্টে
ভুল করেই সময় পার।

পাদটীকা: কোনো কোন ব্যক্তি ভুল করে করে শেখে, ভুল থেকে শিক্ষা নিয়ে জীবন পথ অতিক্রম করে। কোনো কোন দৃষ্টিকোণ এমন ব্যক্তিকে জ্ঞানী ভাবে যে ভুল করে শেখে, অন্য দৃষ্টিকোণ থেকে শুধু তার ভুলগুলো দেখে। 
আরিফুর রহমান, নরওয়ে।


জীবন পথ; শ্লোক - ২

ভুল পথ নিয়ে যায় 
অচিন ঠিকানায়। 
সঠিক দিশায় ধাবিত 
সঠিক নিশানায়। 

পাদটীকা: ভুল পথে হেঁটে সঠিক ঠিকানায় পৌঁছানো সম্ভব নয়। সঠিক ঠিকানায় পৌঁছাতে হলে আমাদের সঠিক পথ ধরে হাঁটা উচিত। উদ্দেশ্যহীন না চলে জীবনে লক্ষ্য নির্ধারণ করে চলা উচিত।
আরিফুর রহমান, নরওয়ে।

জীবন পথ; শ্লোক - ২


লক্ষ্য ও কর্তব্য; শ্লোক - ৪১৯

চোখ থাকতে ভুল পথে যায়
সে জন পথহারা, সে তালকানা।
উজান জীবনের লক্ষ্য হলে,
ভাটির স্রোতে গা ভাসানো মানা।

পাদটীকা: জীবনের লক্ষ্যার্জনের লক্ষ্যে কর্তব্য পালনের কোনো বিকল্প নাই।
আরিফুর রহমান, নরওয়ে।



বুদ্ধি প্রতিবন্ধী; শ্লোক - ২০৮

অন্ধবিশ্বাস মানুষকে
বুদ্ধি প্রতিবন্ধী করে দেয়।
বুঝিতে পারে না সে
সঠিক ভুল ন্যায় অন্যায়।

পাদটীকা: কোন কোন বুদ্ধি প্রতিবন্ধী যেমন তার বুদ্ধি দিয়ে উচিত অনুচিতের তফাৎ করতে পারে না, ভালো মন্দ নির্ণয় করতে পারে না।  অনুরূপ মানুষ যখন বুদ্ধিমত্তাকে বিসর্জন দিয়ে অন্ধ বিশ্বাসের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সে বুদ্ধি থাকা স্বত্তেও বুদ্ধি প্রতিবন্ধী মতো আচরণ করে।  
আরিফুর রহমান, নরওয়ে।

বুদ্ধি প্রতিবন্ধী; শ্লোক - ২০৮


বাস্তবতা; শ্লোক - ৩৯৮

অভাব অনটন দেয় কষ্ট,
চাপে পড়ে হয় স্বভাব নষ্ট।
দূর থেকে না যায় দেখা,
কাছে আসলে সব স্পষ্ট।

পাদটীকা: পরিবেশ পরিস্থিতিতে মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে তৃতীয় দৃষ্টি ভঙ্গি থেকে বাস্তবতা সব সময় বোঝা সম্ভব হয় না।

জানা মানা; শ্লোক - ২৬১

আমরা জানি অনেক কিছু
কয় জনে সব মানি।
খাদ্য সবাই চিবিয়ে খায়
পান করা হয় পানি।

পাদটীকা: আমরা অনেক কিছুই শিখি কিন্তু বাস্তব জীবনে তার প্রয়োগ ঘটাই না। এই যেমন বাংলা ব্যাকরণে আমরা শিখেছি যাবতীয় তরল পানীয় পান করতে হয়, কিন্তু বলার সময় আমরা বাঙালিরা বাংলায় ভুল করে থাকি, বলে থাকি আমরা পানি খাই।  
আরিফুর রহমান, নরওয়ে।

জানা মানা; শ্লোক - ২৬১



মরীচিকা; শ্লোক - ১৯২

মরীচিকার পিছে ছোটে
নতুন পথিক।
সোজা পথ ফেলে হাঁটে
দিক বিদিক।

পাদটীকা: মানুষ কৌতূহলের বশে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। আলেয়ার পিছে ছুটতে গিয়ে জীবনের অনেক গুরুত্ত্বপূর্ণ সময় নষ্ট করে। 
আরিফুর রহমান, নরওয়ে।

মরীচিকা; শ্লোক - ১৯২


ভালবাসা; শ্লোক - ১৫৭

ভালবাসা
পানির পোঁকা।
ধরতে যাও
দিবে ধোঁকা।

পাদটীকা: ভুল মানুষকে ভালোবাসলে ধোঁকা খাওয়া বা কষ্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।  
আরিফুর রহমান, নরওয়ে।

ভালবাসা; শ্লোক - ১৫৭


সর্প; শ্লোক - ৪৫৩

কোন কোন মানুষ দেখিতে সুন্দর;
আচরণে করে হৃদয় চূর্ণ।
কোন কোন সর্প দেখিতে সুন্দর;
কিন্তু দন্ত বিষে পরিপূর্ণ।

পাদটীকা: বাহ্যিক রূপ দেখে মানুষের বৈশিষ্ট্য বা সত্তার পরিচয় নির্ণয় করতে গেলে নির্ণয় ভুল হতে পারে। কোন কিছু দেখিতে সুন্দর, অর্থাৎ সুন্দর মানেই ভালো, এমন ভাবনার ফল সর্বদা সঠিক নাও হতে পারে।
- আরিফুর রহমান, নরওয়ে।

সর্প; শ্লোক - ৪৫৩


মিনি কাব্য - ৩১১

মিনি কাব্য - ৩১১
আরিফুর রহমান
-----------------
একই সমান ছোট থাকে না
আপন মাথার চুল।
চিরকাল কেউ থাকবে ছোট
এমন ভাবনা ভুল।

বৃক্ষ ও কীট; শ্লোক - ৩২২

যে বৃক্ষ প্রতি শাখায় কীটাক্রান্ত
সে বৃক্ষ অসুস্থ।
সে রাষ্ট্র ঘূণে ধরা বিকলাঙ্গ, যেথা
দূর্নীতিবান প্রশস্ত।

পাদটীকা: যে রাষ্ট্রে দুর্নীতিবাজদের হাত প্রশস্ত সে রাষ্ট্র অসুস্থ, রাষ্ট্রের চালিকা শক্তি দুর্নীতিবাজদের কারণে দুর্বল, রাষ্ট্রীয় সম্পদ ভুল হাতের হস্তগত।  
আরিফুর রহমান, নরওয়ে।

বৃক্ষ ও কীট; শ্লোক - ৩২২


মিনি কাব্য - ১৬৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জ্ঞান লাভ করা
ভালো বিষয়।
প্রাপ্ত জ্ঞানের ভুল প্রয়োগ
কখনোই ঠিক নয়।

ঝাঁপ; শ্লোক - ২৬৩

পানির গভীরতা জেনে
ঝাঁপ দিতে হয় জলে।
অসচেতন পদক্ষেপ
যেতে পারে বিফলে।

পাদটীকা: জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার পূর্বে ভালোভাবে ভেবেচিন্তে নেয়া উচিত। অন্যথায় ভুল সিদ্ধান্তের পরিণতি ভোগ করতে হতে পারে।    
আরিফুর রহমান, নরওয়ে।

ঝাঁপ: শ্লোক - ২৬৩


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন