মরীচিকার পিছে ছোটে
নতুন পথিক।
সোজা পথ ফেলে হাঁটে
দিক বিদিক।
নতুন পথিক।
সোজা পথ ফেলে হাঁটে
দিক বিদিক।
পাদটীকা: মানুষ কৌতূহলের বশে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। আলেয়ার পিছে ছুটতে গিয়ে জীবনের অনেক গুরুত্ত্বপূর্ণ সময় নষ্ট করে।
- আরিফুর রহমান, নরওয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন