আমরা জানি অনেক কিছু
কয় জনে সব মানি।
খাদ্য সবাই চিবিয়ে খায়
পান করা হয় পানি।

পাদটীকা: আমরা অনেক কিছুই শিখি কিন্তু বাস্তব জীবনে তার প্রয়োগ ঘটাই না। এই যেমন বাংলা ব্যাকরণে আমরা শিখেছি যাবতীয় তরল পানীয় পান করতে হয়, কিন্তু বলার সময় আমরা বাঙালিরা বাংলায় ভুল করে থাকি, বলে থাকি আমরা পানি খাই।  
আরিফুর রহমান, নরওয়ে।

জানা মানা; শ্লোক - ২৬১