কর্মক্ষেত্রে বন্দীদশা; শ্লোক - ৫

পুড়েছে মানুষ পুড়ছে আশা,
পুড়েছে স্বজন ভালোবাসা।
বন্ধ হোক কর্মক্ষেত্রে বন্দীদশা,
শ্রমিক হোক ভালোবাসা। 

পাদটীকা: বাংলাদেশে শিল্প কারখানায় অগ্নিদগ্ধে শ্রমিকদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। শ্রমিকের কর্মের প্রতি মালিক পক্ষের যথার্থ সম্মান থাকা জরুরি এবং শ্রমিকদের জীবনের নিরাপত্তা মালিক পক্ষের নিশ্চিত করা উচিত। 
আরিফুর রহমান, নরওয়ে।

কর্মক্ষেত্রে বন্দীদশা; শ্লোক - ৫

মিনি কাব্য - ৩০৮

মিনি কাব্য - ৩০৮
আরিফুর রহমান
-----------------
ভালোবাসা শুধু মুখের কথায় নয়
আচরণে প্রকাশ পায়।
কার ভালোবাসা কতটুকু খাঁটি তা
যথা সময়ে বোঝা যায়।

দান; শ্লোক - ৩৯

সম্মান যেথা ভূমিহীন 
প্রেম সেথা অর্থহীন। 
সঠিক পাত্রে হোক 
দান অর্থ প্রেম দয়া দ্বীন। 

পাদটীকা: যে পাত্রে ভালোবাসা বা সম্মান প্রদর্শনের প্রতিদানে অবহেলা বা তুচ্ছ তাচ্ছিল্যতা মেলে, সে পাত্রে ভালোবাসা বা সম্মান প্রদর্শন অহেতুক। যে পাত্র যথা বস্তু বা মূল্যবোধের যথার্থ মূল্যায়ন করে সে পাত্রে যথা দান স্বার্থক।
- আরিফুর রহমান, নরওয়ে।

দান; শ্লোক - ৩৯


দূরত্ব; শ্লোক - ৩৪

যেথা পাশাপাশি দুই জন;
দুটি মন আলোকবর্ষ দূরে।
সেথা দুই প্রাণ নাহি গায়,
একই সংগীত একই সুরে।

পাদটীকা: প্রেম ভালোবাসা পরস্পরের প্রতি ভালো লাগা, সম্মান বা মোহ দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার প্রতিফল। যেখানে অন্তরে পারস্পরিক আকর্ষণ বা ভালো লাগার অনুভূতি অনুপস্থিত সেখানে শূন্যতারা আবাস গড়ে। সেখানে শারীরিক নিকটাবস্থান দৃশ্যত হলেও মনের দূরত্ব সেখানে প্রগাঢ়।
আরিফুর রহমান, নরওয়ে।

দূরত্ব; শ্লোক - ৩৪


মিনি কাব্য - ৭৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বেলা শেষে খেলা ফেলে
চলে যাবো সময়ের হাত ধরে
বুক ভরা ভালো লাগা,
ভালোবাসা, কষ্ট বুকে করে।

মিনি কাব্য - ১৫২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সত্ত্যিকারের ভালোবাসা
ছাড়তে চায় না হাত,
ঠুনকো ঝড়ো বাতাসে তা
হয় না কুপোকাত।

মিনি কাব্য - ৩১২

মিনি কাব্য - ৩১২
আরিফুর রহমান
-----------------
কি হবে সে পরিবারে যদি
কেউ না বোঝে আত্মার স্পন্ধন!
পরিবার সেটাই, যেথা থাকে
ভালোবাসা, মমতা, আত্মার বন্ধন।

মিনি কাব্য - ২৯৬

মিনি কাব্য - ২৯৬
আরিফুর রহমান
-----------------
বৃক্ষের বৈশিষ্ট্য
থাকে না লেখা গায়, ফলেই প্রকাশ পায়।
স্নেহ ভালোবাসা
নয় মুখের কথায়, আচরনে বোঝা যায়।

লালন; শ্লোক - ১৫

মনুষ্যত্বই ধর্ম আমার
মানবতায় খুশি।
মনে হিংসা বিবাদ নয়
ভালোবাসা পুষি।

পাদটীকা: কোন বিশেষ ধর্মে দীক্ষিত হয়ে বাক্সবন্দী হওয়ার বদলে মানবিক মানুষ হওয়া জরুরী। ধর্মীয় বিশ্বাসের দৃষ্টিভঙ্গীর কারণে ভিন্ন মতাবলম্বীদের প্রতি হিংসা, বিবাদ, ঘৃণা বা বিদ্বেষ লালন করার পরিবরর্তে সহনশীল এবং উদার মনমানসীকতা লালন করা জরুরী।
আরিফুর রহমান, নরওয়ে।

লালন; শ্লোক - ১৫


মিনি কাব্য - ৩২৭

মিনি কাব্য - ৩২৭
আরিফুর রহমান
-----------------
ভালোবাসা বা মন্দবাসা
আচরণে প্রকাশ পায়।
মুখে বা লিখে জানানোর
সর্বদা আবশ্যক নাই।

মিনি কাব্য - ১৮৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
অহংকার পরাজিত হয়
ধূলোয় মেশে ‌অবশেষে।
ভালো কথা ভালোবাসা
বেঁচে থাকে হৃদয়ে আবেশে।

মিনি কাব্য - ১৮৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
হে জায়া, কন্যা, জননী সকল!
নারী দিবসের শুভেচ্ছা!
শ্রদ্ধা এবং ভালোবাসা!
বাঁচুন সুখে, এটাই আশা!


যোগ্যতা; শ্লোক - ৪০৪

সম্মান এবং যোগ্যতা
মেলে সু কর্ম সাধানায়।
প্রেম ভালোবাসা মেলে
সম্মান যত্ন প্রকাশনায়।

পাদটীকা: উপযুক্ত কর্ম করলেই কেবল উপযুক্ত ফল মেলে।   
আরিফুর রহমান, নরওয়ে।

যোগ্যতা; শ্লোক - ৪০৪

নারীর পরিচয়; শ্লোক - ৩০৭

নারীর বহু পরিচয়;
ভালোবাসা প্রেমিকা,
কন্যা, জায়া, জননী,
দূর্গতিনাশিনী দূর্গা।

পাদটীকা: সমাজ, রাষ্ট্র, বা পৃথিবীর অর্ধাংশ হলো নারী। জগতে নারী আছে বলেই আমরা জন্ম গ্রহণ করি এবং বেঁচে থাকি। নারীকূল ব্যতীত পূরুষকূল অস্তিত্ব শূণ্য।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: সোমকোয়ার বিক্রম

সহনশীল; শ্লোক - ২৭৮

পেটে খেলে
পিঠে সয়।
ভালোবাসা
মনে রয়।

পাদটীকা: কারোর কাছ থেকে আঘাত পেলেও মনে থাকে, অনুরূপ ভালোবাসার পেলেও মনে থাকে।
আরিফুর রহমান, নরওয়ে।

সহনশীল, পাথরের উপর পাথর


নারী; শ্লোক - ৩৫৮

নারীকে ভক্তি করি
নারীকেই পূজি।
নারীতেই ভালোবাসা
প্রেম স্নেহ খুঁজি।

পাদটীকা: নারীকূল ব্যতীত পুরুষকূল অপূর্ণাঙ্গ। মানব জন্ম এই উভয় কূলের যৌথ প্রেমের ফল, পুরুষ হিসেবে নারী বা মাতৃ কূলের প্রতি আমাদের সম্মান, ভক্তি প্রদর্শন করা উচিত। 
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: কালার ক্রিসেন্ট

সংসার; শ্লোক - ২৫১

জগৎ সংসার আলোকিত
ভালোবাসা প্রেম প্রীতি মায়ায়।
স্বর্গীয় সংসার নরকে নামে
বিদ্বেষ বিবাদ হিংসার ছায়ায়।

পাদটীকা:
পারস্পরিক প্রেমপূর্ণ সংসার স্বর্গ স্বরূপ, এবং পারস্পরিক বিবাদপূর্ণ সংসার নরক স্বরূপ।
আরিফুর রহমান, নরওয়ে।

সংসার; শ্লোক - ২৫১


মিনি কাব্য - ১৮৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
অনুভূতিটা অন্য রকম;
প্রথম ভালোবাসা কোন গোলাপ।
জগৎ ঘুরে ক্লান্ত সকালে,
আচমকা কুড়ি বছর পর আলাপ।

বিনিয়োগ; শ্লোক - ৪৩২

পায়েস রান্নায় গুড় যত ঢালবে,
হবে তত বেশি মিষ্টি।
সৃষ্টিশীল কাজে যত মেধা ব্যয়,
হবে অসাধারণ সৃষ্টি।

পাদটীকা: কোন কাজ ভালোবাসা এবং যত্নের সাথে সম্পাদন করিলে সুমিষ্ট ফল পাওয়া যায়।
- আরিফুর রহমান, নরওয়ে।

গুড়, সৃজনশীলতা, রঙ, রং, শিল্প, শিল্পী

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন