সম্মান যেথা ভূমিহীন
প্রেম সেথা অর্থহীন।
সঠিক পাত্রে হোক
দান
অর্থ প্রেম দয়া দ্বীন।
পাদটীকা: যে পাত্রে ভালোবাসা বা সম্মান প্রদর্শনের প্রতিদানে অবহেলা বা তুচ্ছ তাচ্ছিল্যতা মেলে, সে পাত্রে ভালোবাসা বা সম্মান প্রদর্শন অহেতুক। যে পাত্র যথা বস্তু বা মূল্যবোধের যথার্থ মূল্যায়ন করে সে পাত্রে যথা দান স্বার্থক।
- আরিফুর রহমান, নরওয়ে।
- আরিফুর রহমান, নরওয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন