কালক্ষয়; শ্লোক - ৯

ভূবনেতে জন্ম জীবন
অতি স্বল্প সময়;
কাজ ফেলে অকাজে
সময় করি ক্ষয়।

পাদটীকা: পৃথিবীতে আমাদের জন্ম এবং জীবিত কাল, মহাকালের হিসেবে খুবই নগন্য সময়ের। এই সময় মহামূল্যবান, কারণ আমরা কালের ধুলোয় মিলিয়ে গেলে আমাদেরকে আর দ্বিতীয়বার সময় দেয়া হবে না, পুনরায় জন্মগ্রহণ করে মহান কিছু করে যাওয়ার, তাই জীবিতকালে মুহূর্ত গুলো ভালো কিছুর উদ্দেশ্যে ব্যয় উচিত।
আরিফুর রহমান, নরওয়ে।

কালক্ষয়; শ্লোক - ৯ ; শ্লোক - ৯


বিশ্বাস ঘাতক; শ্লোক - ৪৯০

ইতিহাসে যত পতন হয়েছে
কারণ নিকটের আপন।
বিশ্বাস ঘাতক সেই জন হবে
যাহার প্রতি বিশ্বাস ঘন।

পাদটীকা: ঐতিহাসিক ঘটনা সমূহের আলোকে এই কথা জোর গলায় বলা যায় যে, আপন জনদের বিশ্বাস ঘাতকতার কারণে অনেক শাসক এবং সম্রাজ্যের পতন ঘটেছে, তাই কাউকে মাত্রাতিরিক্ত বিশ্বাস করা উচিত নয়।
- আরিফুর রহমান, নরওয়ে।

বিশ্বাস ঘাতক; শ্লোক - ৪৯০


ভাঙ্গন; শ্লোক - ৪৯৬

নদীর স্রোতে ভাঙ্গে
বসত ভিটা জমি ঘর।
স্বার্থে সম্পর্ক ভাঙ্গে
স্বজন হয়ে যায় পর।

পাদটীকা: অকারণে কোন কিছু ভাঙ্গেনা বা গড়ে না। সব কিছু ভাঙা বা অবস্থার পরিবর্তনের পিছনে থাকে এক বা একাধিক কারণ
- আরিফুর রহমান, নরওয়ে।

ভাঙ্গন; শ্লোক - ৪৯৬


পরিবর্তন; শ্লোক - ২০১

ত্রি ভুবনের সকল কিছু
পরিবর্তনশীল ক্ষণস্থায়ী।
সময়ের সাথে সব বদলায়,
শুধু পরিবর্তন চিরস্থায়ী।

পাদটীকা: সময়ের সাথে সাথে শিশু, বালক থেকে যুবক, যুবক থেকে প্রৌঢ়ে পরিণত হয়, এবং একদিন পৃথিবী থেকে বিদায় নেয়। কিন্তু পরিবর্তনের ধারাটা সার্বজনীন। সময়ের সাথে সাথে এই পৃথিবীর প্রতিটি বিষয়, বস্তই পরিবর্তিত হয়। কারণ, পরিবর্তন জগতের শ্বাশত ধর্ম। 
আরিফুর রহমান, নরওয়ে।

পরিবর্তন; শ্লোক - ২০১


সূর্য; শ্লোক - ৩১৪

সূর্য ঈশ্বর তূল্য;
উভয়েরই কারণ ধ্বংস ও সৃষ্টি।
জন্ম দেয় নতুনের,
খরা, মরা, তাপ, ঝড় ও বৃষ্টি।

পাদটীকা: সূর্য কেবলই একটি নক্ষত্রের নাম নয়, সূর্য আমাদের সৌরজগতের মধ্যমনি। সূর্য আছে বলেই পৃথিবীতে জীবন চক্র চলমান আছে।

সূর্য; শ্লোক - ৩১৪


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন