ধর্ম কর্ম; শ্লোক - ৬৩

বিজ্ঞ সৃজন কর্ম করে,
সাজায় ধরা, সুজীবন যাপনের তরে।
ধার্মিক গণে কর্ম করে
মৃত্যুর পরে কল্প জীবনে বাঁচার তরে।

পাদটীকা: প্রতিটি মানুষ ধর্ম বা কর্ম করে একটি বিশেষ কারণে বা উদ্দেশ্যে। কারো কারো উদ্দেশ্য পৃথিবীকে সুন্দর করে গড়ে সুখকর এবং নিরাপদ জীবন যাপন করা। আর কারো কারো উদ্দেশ্য মৃত্যুর পরে সুন্দর জীবন যাপন করা।
আরিফুর রহমান, নরওয়ে।

ধর্ম কর্ম; শ্লোক - ৬৩

কর্মফল; শ্লোক - ১৭২

যোগ, বিয়োগ, গুণ, ভাগ
সব অংকের ফল হয়।
ভালো, মন্দ, দ্বন্দ্ব রাগ
সব কর্মের ফল হয়।

পাদটীকা: কর্ম করলে তার ফল ভোগ করতে হয়, সু কর্ম হলে সুফল, আর কেউ কর্ম হলে কুফল। 
আরিফুর রহমান, নরওয়ে।

কর্মফল; শ্লোক - ১৭২



মিনি কাব্য - ১৫৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যে কর্ম মানবতাহীন কর্মমুখী শিক্ষা দেয়,
সেই কর্ম মোটেও ভালো কর্ম নয়।
যে ধর্ম মানবতাহীন ধর্মমুখী শিক্ষা দেয়,
সেই ধর্ম মোটেও ভালো ধর্ম নয়।

সুকর্ম; শ্লোক - ৫৪

ভবে ধর্ম কর যথা তথা, 
কর্ম করা চাই ভালো; 
মনের নোংরা ধুয়ে মুছে 
জ্ঞানের দীপ জ্বালো।

পাদটীকা: ভালো কর্ম মানুষকে সম্মানিত করে। একজন সুনাগরিক দেশের সম্পদ। তাই আমি মনে করি ব্যক্তিগত এবং বৃহত্তর স্বার্থে আমাদের সুশিক্ষিত এবং সুকর্মী হিসেবে আমাদের গড়ে তোলা উচিত। 
আরিফুর রহমান, নরওয়ে।

সুকর্ম; শ্লোক - ৫৪


মাপকাঠি; শ্লোক - ১৪০

ধার্মিক বা অধার্মিক
ভালো মন্দের মাপকাঠি নয়।
ভালো - মন্দ নির্ণয়
ব্যক্তির কর্ম গুণ বিচারে হয়।

পাদটীকা: কোন কিছুতে বিশ্বাস স্থাপন করা বা না করা কখনো কারোর পরিচয় নয়, ব্যক্তির কর্ম ব্যক্তির সত্তার ভালো বা মন্দ নির্ণয়ের মাপকাঠি।

মাপকাঠি পরিমাপ

যোগ্যতা; শ্লোক - ৪০৪

সম্মান এবং যোগ্যতা
মেলে সু কর্ম সাধানায়।
প্রেম ভালোবাসা মেলে
সম্মান যত্ন প্রকাশনায়।

পাদটীকা: উপযুক্ত কর্ম করলেই কেবল উপযুক্ত ফল মেলে।   
আরিফুর রহমান, নরওয়ে।

যোগ্যতা; শ্লোক - ৪০৪

কর্মবিচার; শ্লোক - ৪

জন্মতে আমি দেখিনা পাপ
কর্মতে আমি দেখি।
স্বাক্ষ্য, কর্ম যাচাই করেই
আমার বিচার লেখি।

পাদটীকা: মানুষের জন্মতে কোন পাপ নেই, কর্ম হলো পাপ পুণ্য বা ভালো মন্দ পরিমাপের মাপকাঠি। তাই কাউকে বিচার করার আগে যথার্থ সাক্ষ্য প্রমাণ এবং কর্মের ভিত্তি যাচাই করেই সিদ্ধান্ত নেয়া উচিত। 
আরিফুর রহমান, নরওয়ে। 
 
কর্মবিচার; শ্লোক - ৪

শ্লোক - ৩৭৪

আরিফুর রহমানের শ্লোক - ৩৭৪
—————————
খাদ্যের কোন ধর্ম নাই
খাদ্য স্বয়ং ধর্ম।
প্রাণীকূল করে আহার,
বাঁচার তরে কর্ম।

অনুসরণীয়; শ্লোক - ৩৭১

উৎকৃষ্ট কথা ও কর্ম ব্যক্তিকে
অনুকরণীয় অনুসরণীয় করে।
মানুষ তাকেই অনুসরণ করে
যাকে সে আদর্শ মনে করে। 

পাদটীকা: সাধারণকে নয়, অসাধারণকেই মানুষ অনুকরণ এবং অনুসরণ করে। অনুকরণীয় এবং অনুসরণীয় হতে চাইলে ব্যক্তির অসাধারণ মূল্যবোধ থাকাটা ব্যাধ্যতামূলক। 
আরিফুর রহমান, নরওয়ে।

নক্ষত্র; শ্লোক - ২৫৮

সব নক্ষত্রের ঠাঁই হয়না
সৌরজগতে বা আকাশে।
কিছু প্রজ্জ্বলিত হৃদয়াকাশে,
জীবদ্দশার সুকর্ম বিকাশে।

পাদটীকা: কিছু কিছু নক্ষত্র আমাদের রাতের আকাশকে আলোকিত করে অন্ধকারেও পথ দেখায়, আর কিছু নক্ষত্র আছে যাদের কর্ম আদর্শ আমাদের অনুপ্রাণীত করে জীবনের লক্ষ্য পথে এগিয়ে চলতে। 
আরিফুর রহমান, নরওয়ে।

নক্ষত্র; শ্লোক - ২৫৮


কর্মা; শ্লোক - ২০৭

পাপী স্বীকার করুক আর
নাই করুক; ভাগ্যের পরিহাসে,
সুদে আসলে কর্ম ফল
পাপীর কাছে ফিরেই আসে।

পাদটীকা: মানুষ ভালো কাজ করলে ভালো ফল ভোগ করে। মানুষ সেটা শিকার করুক আর নাই করুক, মন্দ কাজের ফল সব সময় মন্দই হয়। 
আরিফুর রহমান, নরওয়ে।

কর্মা; শ্লোক - ২০৭


পরিত্যাগ; শ্লোক - ৩৮৮

যখন স্বীকার করার ছিল
করেছো তখন পরিত্যাগ।
এখন তুমি স্বীকার করো
শূন্য থাকে তোমার ব্যাগ।

পাদটীকা: যথা সময়ে যথা কর্ম করতে হয়, সময় অতিবাহিত হলে সর্বদা পরিবেশ অনুকূলে থাকে না।
আরিফুর রহমান, নরওয়ে।

মিনি কাব্য - ৩২৪

মিনি কাব্য - ৩২৪
আরিফুর রহমান
-----------------
জীবনে বড় হতে হলে
লক্ষ্য রাখো বড়।
সঠিক সময়ে লক্ষ্য পথে
সঠিক কর্ম করো।

মিনি কাব্য - ২১৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ভালো লাগে, যখন
কেউ আমার কর্ম করে অনুকরণ।
ভালো লাগে, যখন কেউ
আমার পথ করে অনুসরণ।

প্রতিরূপ; শ্লোক - ৮

প্রতিরূপ দেখায় আমায়
জল এবং আয়না।
দৃষ্টিহীনে আপন স্বরূপ
দেখতে কভু পায়না।

পাদটীকা: কোন কোন মানুষ সমালোচনা থেকে শিক্ষা নেয়, নিজের কর্ম যোগ্যতায় উন্নয়ন আনে। আর কোন কোন মানুষ সমালোচনা থেকে কিছুই গ্রহণ করে না।
আরিফুর রহমান, নরওয়ে।

প্রতিরূপ; শ্লোক - ৮


মিনি কাব্য - ৩৩৯

মিনি কাব্য - ৩৩৯
আরিফুর রহমান
-----------------
মানুষ বেঁচে থাকে দুই ভাবে, কর্মে ও ধর্মে।
জীবন্ত থাকা মানেই বেঁচে থাকা নয়,
আদর্শহীন জ্যান্ত মানুষ মৃতই বলা যায়;
মানুষ মরে গিয়েও অমর হয় কর্ম যোগ্যতায়।

সত্য প্রতিষ্ঠা; শ্লোক - ৪১৪

মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা
অনৈতিকতার পরিচয়।
সত্য সর্বদা প্রতিষ্ঠিত হোক,
মিথ্যাকে কখনো নয়।

পাদটীকা: আমরা যদি সততা, ন্যায় কথা বা কাজের পক্ষে থাকি থাহলে অন্যরাও অনুপ্রাণিত হবে সৎ কর্ম করতে, নয়তো সমাজ একদিন মিথ্যায় ভরে যাবে আর সততা দুষ্প্রাপ্য মূল্যবোধে পরিণত হবে। তাই, জেনে বুঝে মিথ্যাকে প্রতিষ্ঠিত হতে সহায়তা করা উচিত নয়। সত্যের পক্ষে সর্বদা থাকা আমাদের নৈতিক দায়িত্ব হওয়া উচিত। 
আরিফুর রহমান, নরওয়ে।

দুর্ঘটনা; শ্লোক - ৫৯

শয়তান স্তম্ভে শয়তান নেই
মানুষ মানুষের পদপিষ্ঠে মরে,
খোদার ঘরেও রহমত নেই
ধার্মিকগণ ক্রেন ভেঙ্গে মরে।

পাদটীকা: প্রকৃত পক্ষে, কল্পনাপ্রসূত অদৃশ্য স্বত্তার কোনো বাস্তবিক অস্তিত্ব নেই, ভালো মন্দ কর্ম করার ক্ষমতা নেই।  ঘটনা বা দুর্ঘটনা যথার্থ কারণে ঘটে।  
আরিফুর রহমান, নরওয়ে।

দুর্ঘটনা; শ্লোক - ৫৯

প্রাসঙ্গিক সংবাদ: বিবিসি। প্রাসঙ্গিক নিবন্ধ: উইকিপিডিয়া

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন