মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মাঝে মাঝে কাব্য লিখি,
ছন্দে ছন্দে বলি কথা।
কাব্যে প্রকাশ করি ভাবনা,
দুঃখ, সুখ এবং মমতা।