মান; শ্লোক - ৪০৬

পয়সা হারিয়ে গেলে
পরিশ্রমে তা ফেরত মেলে।
যদি হয় সম্মানহানী,
না মেলে কবিরাজী তেলে।

পাদটীকা: টাকা পয়সা হারিয়ে গেলে পরিশ্রম করলে তা পুনরুদ্ধার করা যায়, কিন্তু সম্মানহানি সহজে পূরণীয় নয়।
আরিফুর রহমান, নরওয়ে।

মাতা; শ্লোক - ৪০৫

যে কেউ করতে পারে
মায়ের ভূমিকায় অভিনয়।
প্রকৃতার্থে মাতা হওয়া
অভিনয়ের মত সহজ নয়।

পাদটীকা: অভিনয় যে কেউ করতে পারে, কিন্তু প্রকৃতার্থে মা সকলেই হতে পারে না।
আরিফুর রহমান, নরওয়ে।

মা মাতা জননী

স্মৃতিভ্রম; শ্লোক - ৪০২

মানুষ স্বল্প সময়ে স্মৃতিভ্রম,
দ্রুত ভুলে যায়, তালকানায়।
ভুলের পালে হাওয়া লাগে,
পুকুর ভরে কচুর পানায়।

পাদটীকা: অবহেলা, এবং যথা সময়ে যথা কর্তব্য সম্পাদন না করার কারণে সমাজে সমস্যা ক্রম বর্ধমান।
আরিফুর রহমান, নরওয়ে।

স্মৃতিভ্রম; শ্লোক - ৪০২

মূল্যায়ন; শ্লোক - ৪০১

কে কতটুকু বেসে ছিলো ভালো,
তব তরে মুখ করে ছিলো কালো।
অতীত ভাবিয়া, বর্তমান ভবিষ্যতে
যোগ্য পাতে, যোগ্য সুধা ঢালো।

পাদটীকা: মানুষের যোগ্যতার মূল্যায়ন করা উচিত। যে যেটা পাওয়ার দাবি রাখে তাকে সেটা দেয়া উচিত।
আরিফুর রহমান, নরওয়ে।

প্রৌঢ়ি; শ্লোক - ৩৯৯

পানি ঢালার সময়,
পাত্রের ধারণ ক্ষমতার দিকে
খেয়াল রাখতে হয়,
অমাত্রা ঢালিলে হয় অপচয়।

পাদটীকা: যে পাত্রের ধারণ ক্ষমতা যতটুকু, সেই পাত্রে ততটুকুই ক্ষমতা দেয়া উচিত।

বাস্তবতা; শ্লোক - ৩৯৮

অভাব অনটন দেয় কষ্ট,
চাপে পড়ে হয় স্বভাব নষ্ট।
দূর থেকে না যায় দেখা,
কাছে আসলে সব স্পষ্ট।

পাদটীকা: পরিবেশ পরিস্থিতিতে মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে তৃতীয় দৃষ্টি ভঙ্গি থেকে বাস্তবতা সব সময় বোঝা সম্ভব হয় না।

মুখোশ; শ্লোক - ৩৯৭

দুষ্টু লোকের মিষ্টি কথা,
সদাচার সন্মুখে সর্বদায়।
অলক্ষ্যে করে পুকুর চুরি,
মুখোশ ঢাকে সাদা পর্দায়।

পাদটীকা: কোন কোন মানুষের মিষ্টি কথার  আড়ালে স্বার্থোদ্ধারের দুরভিসন্ধি লুকিয়ে থাকে।

ছবি: সার্কান টার্ক

বৈশিষ্ট্য; শ্লোক - ৩৯৬

প্রকৃত মহাজন আপন গুণে মহান,
অন্যকে সে না করে অপমান।
প্রকৃত জ্ঞানীজন, জ্ঞান করে দান;
আচরণেই হয় বৈশিষ্ট্য প্রমাণ।

পাদটীকা: মহানুভবতা বা আত্মীয়তা মানুষের গায়ে লেখা থাকে না, আচরণে প্রকাশ পায়।
আরিফুর রহমান, নরওয়ে।

বৈশিষ্ট্য; শ্লোক - ৩৯৬
ছবি: রায়ান কুইন্টাল

ভান; শ্লোক - ৩৯৫

দুষ্টু লোকের মিষ্টি কথা;
সুযোগ বুঝিয়া দেয় ব্যথা।
বাহির মহলে রঙের ছটা;
ময়লা ঢাকে নকশি কাঁথা।

পাদটীকা: কোন কোন মানুষ বাহিরে এক রকম এবং ভিতরে অন্য রকম।


ছবি: রায়ান কুইন্টাল

অবমূল্যায়ণ; শ্লোক - ৩৯৪

শিল্প যেথা মূল্যহীন
হয় অবমূল্যায়ণ।
সেভূমে মহা অপরাধ
শিল্পীর জন্ম স্বয়ং।

পাদটীকা: যে দেশে শিল্পী ও শিল্পকর্মের অবমূল্যায়ন হয়, সেখানে শিল্পীর জন্ম অপরাধ তুল্য।
আরিফুর রহমান, নরওয়ে।

অবমূল্যায়ণ; শ্লোক - ৩৯৪
ছবি: রডিয়ান কুতসয়েভ

হালনাগাদ; শ্লোক - ৩৯৩

সময়ে নিজেকেও করতে হয়
প্রযুক্তির মত হালনাগাদ।
কাল অযোগ্য বলে গণ্য হবে
সুযোগ তোমায় দিবে বাদ।

পাদটীকা: সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নিজেকে সময়োপযোগী করার বিকল্প নাই।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: রডিয়ান কুতসয়েভ

পরিমাপ; শ্লোক - ৩৯২

ফিতা দিয়ে প্যান্ট শার্টের মাপ নেয়া যায়
মানুষের মাপ নয়।
ভিতরের মানুষ শারীরিক আকৃতির চেয়ে
বিশাল বড় হয়।

পাদটীকা: ফিতা দিয়ে কেবল মানুষের শারীরিক আকৃতি এবং উচ্চতার পরিমাপ নিতে পারি, কিন্তু মানুষের মানসিক পরিমাপ নিতে পারি না।


ছবি: কেনি লুও

যাত্রা; শ্লোক - ৩৯১

মানুষ জন্মে, শিক্ষিত হয়ে
দক্ষ হয়ে মরার জন্যে;
জীবন ভর ছুঁটে চলে, যেন
রকেট চলে মহাশূন্যে।

পাদটীকা: মানব জীবন একটি দীর্ঘ যাত্রা।

পরিবর্তন; শ্লোক - ৩৯০

নদীর কূল বানে ভেঙে যায়
ডাঙ্গার টানে ফিড়ে সে না আসে।
সময়ের স্রোতে পলি হারিয়ে
বালি হয়ে, অন্য কূলে মুচকি হাসে।

পাদটীকা: সময় এবং পরিবেশ পরিস্থিতির সাথে সাথে মানুষের অবস্থান এবং জীবনযাত্রা পরিবর্তন হয়।
আরিফুর রহমান, নরওয়ে।

পরিবর্তন; শ্লোক - ৩৯০
ছবি: এনেলিয়া স্যান্ডোভাল

সময়; শ্লোক - ৩৮৯

সময় আমাকে শিল্পী করেছে
শিখিয়েছে আঁকতে ছবি,
আমাকে লিখতে শিখিয়েছে
বানিয়েছে আমায় কবি।

পাদটীকা: পরিবেশে পরিস্থিতি মানুষকে অনেক কিছু হতেই বাধ্য করে।
আরিফুর রহমান, নরওয়ে।
 

ছবি: এডি ক্লাউস

পরিত্যাগ; শ্লোক - ৩৮৮

যখন স্বীকার করার ছিল
করেছো তখন পরিত্যাগ।
এখন তুমি স্বীকার করো
শূন্য থাকে তোমার ব্যাগ।

পাদটীকা: যথা সময়ে যথা কর্ম করতে হয়, সময় অতিবাহিত হলে সর্বদা পরিবেশ অনুকূলে থাকে না।
আরিফুর রহমান, নরওয়ে।

লৌকিক; শ্লোক - ৩৮৫

প্রাণ বলিতে স্রষ্টা তুষ্ট
এ ধারণা সম্পূর্ণ লৌকিক।
রক্তপাত ও বলি দানে
দেব তুষ্ট, বলে পৌত্তলিক।

পাদটীকা: ঈশ্বরের সন্তুষ্টির লক্ষ্যে প্রাণ হত্যা পৌত্তলিকতার নিদর্শন।

ছবি: আরিফুর রহমান

উত্তর; শ্লোক - ৩৮৪

কাঙ্খিত উত্তর
না মেলে যতক্ষণ,
মনে কৌতূহল
রয় ঠিক ততক্ষণ।

পাদটীকা: উত্তর পেয়ে গেল সে বিষয়ে প্রশ্ন করার মতো কিছু থাকে না।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: আরিফুর রহমান

কাল; শ্লোক - ৩৮২

“আজ” একদিন গল্প হবে;
“আজ” যখন অতীত হবে।
বর্তমানের সুখ, কান্না হাসি
স্মৃতির পাতায় গেঁথে রবে।

পাদটীকা: বর্তমান সময় অতিবাহিত হয়ে গেলে সময়ের বিবর্তনে বর্তমান অতীত হিসেবে গণ্য হয়।
আরিফুর রহমান, নরওয়ে।

খুন, শ্লোক - ৩৬৩

যে স্রষ্টা আপনি মহান
শ্রেষ্ঠ আপন গুণে।
সে স্রষ্টা হয় কি খুশি
আপন সৃষ্টির খুনে?

পাদটীকা: স্রষ্টা কি আসলেই তার তার নামে কোন প্রাণী হত্যা করে রক্তপাত ঘটালে খুশি হন?
- আরিফুর রহমান, দ্রবাক, নরওয়ে। 

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন