সময়ে নিজেকেও করতে হয়
প্রযুক্তির মত হালনাগাদ।
কাল অযোগ্য বলে গণ্য হবে
সুযোগ তোমায় দিবে বাদ।

পাদটীকা: সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নিজেকে সময়োপযোগী করার বিকল্প নাই।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: রডিয়ান কুতসয়েভ