দুষ্টু লোকের মিষ্টি কথা;
সুযোগ বুঝিয়া দেয় ব্যথা।
বাহির মহলে রঙের ছটা;
ময়লা ঢাকে নকশি কাঁথা।

পাদটীকা: কোন কোন মানুষ বাহিরে এক রকম এবং ভিতরে অন্য রকম।


ছবি: রায়ান কুইন্টাল