অম্ল; শ্লোক - ৪১২

দুধে টক মিশালে
বদলে হয় ছানা।
সম্পর্কে সন্দেহে
বাঁধে তাতে দানা।

পাদটীকা: টক যেমন দুধের অবস্থার পরিবর্তনের কারণ, অনুরূপ সন্দেহ সুসম্পর্ক নষ্টের কারণ।
আরিফুর রহমান, নরওয়ে।

বন্ধুর পরিচয়; শ্লোক - ৪১১

সুখের দিনে চারপাশে বহু বন্ধু
করে মিষ্টি কূজন।
দুর্দিনে আসিলে পরিচয় মেলে
প্রকৃত সুহৃদ সুজন।

পাদটীকা: সু সময়ে অনেকেই কাছে আসে, তবে দুর্দিনে কেবল প্রকৃত আপন জনেরাই পাশে থাকে।
আরিফুর রহমান, নরওয়ে।

বন্ধু পরিচয়; শ্লোক - ৪১১

গুণ; শ্লোক - ৪০৩

সুশ্রী এবং সুজন
একই গুণ নয়;
বাহ্যিক ও আত্মীক
দুটি ভিন্নতায়।

পাদটীকা: সুন্দর এবং ভালো মানুষ এক বিষয় নয়। রূপ আর গুণ দুটি ভিন্ন বিষয়।
আরিফুর রহমান, নরওয়ে।

মূল্যায়ন; শ্লোক - ৪০১

কে কতটুকু বেসে ছিলো ভালো,
তব তরে মুখ করে ছিলো কালো।
অতীত ভাবিয়া, বর্তমান ভবিষ্যতে
যোগ্য পাতে, যোগ্য সুধা ঢালো।

পাদটীকা: মানুষের যোগ্যতার মূল্যায়ন করা উচিত। যে যেটা পাওয়ার দাবি রাখে তাকে সেটা দেয়া উচিত।
আরিফুর রহমান, নরওয়ে।

বেতার সংযোগ; শ্লোক - ৩৭০

আত্মার সম্পর্ক যত,
বেতার সংযোগের মত।
পুনঃসংযোগ যুক্ত হয়
যথা সময়ে আপন মত।

পাদটীকা: আত্মার সম্পর্ক পরিচিত ওয়ায়াই ফাই সংযোগে পুনরায় সংযোগের মত, নিদৃষ্ট সীমানায় আসলেই তা স্বয়ংক্রিয় ভাবে পুনরায় সংযোগ লাভ করে। 
আরিফুর রহমান, নরওয়ে।

 
বেতার সংযোগ; শ্লোক - ৩৭০

মিনি কাব্য - ৩০৮

মিনি কাব্য - ৩০৮
আরিফুর রহমান
-----------------
ভালোবাসা শুধু মুখের কথায় নয়
আচরণে প্রকাশ পায়।
কার ভালোবাসা কতটুকু খাঁটি তা
যথা সময়ে বোঝা যায়।

মিনি কাব্য - ৩০২

মিনি কাব্য - ৩০২
আরিফুর রহমান
-----------------
মৎস শিকার সেখানেই হয়
যেখানে মৎসরা করে বসবাস।
ধোঁকা প্রতারণা সেখানেই হয়
যেখানে থাকে সরল বিশ্বাস।

মিনি কাব্য - ২৯৬

মিনি কাব্য - ২৯৬
আরিফুর রহমান
-----------------
বৃক্ষের বৈশিষ্ট্য
থাকে না লেখা গায়, ফলেই প্রকাশ পায়।
স্নেহ ভালোবাসা
নয় মুখের কথায়, আচরনে বোঝা যায়।

মিনি কাব্য - ২৭৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
কেউ সরল মনে বিশ্বাস করে,
এর অর্থ এই নয় সে বোকা।
কেউ সরল বিশ্বাস ভঙ্গ করিলো,
এর অর্থ ধোঁকাবাজ দিছে ধোঁকা।

মিনি কাব্য - ২৬৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যে পাথর যায় না ভাঙ্গা
হাতুড়ী কিংম্বা লোহায়।
সেই পাথর ভাঙা যায়
ভালোবাসার কথায়।

মিনি কাব্য - ২৬৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সম্মান টাকায় নয়
বিনামূল্যে পাওয়া যায়।
সম্মান পেতে হলে
যোগ্য কাজ করতে হয়।

মিনি কাব্য - ২৩২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
প্রকৃত বন্ধু সে,
যে বিপদে থাকে পাশে।
সুসময়ের বন্ধু
বিপদ কেটে গেলে আসে।

আবদ্ধ; শ্লোক - ২০৪

প্রকৃত প্রেম আবদ্ধ করে
মায়ায় ভালোবাসায়।
স্বার্থে তাড়িত সম্পর্ক বাঁধে
শক্ত শিকলে খাঁচায়।

পাদটীকা: কিছু সম্পর্ক মানুষকে ভালোবাসার মায়াজালে আবদ্ধ করে, আরো কিছু সম্পর্কে ভিত্তি করে মানুষ মানুষকে পরাধীনতার শিকলে আবদ্ধ করে।  
আরিফুর রহমান, নরওয়ে।

আবদ্ধ; শ্লোক - ২০৪


মিনি কাব্য - ১৫২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সত্ত্যিকারের ভালোবাসা
ছাড়তে চায় না হাত,
ঠুনকো ঝড়ো বাতাসে তা
হয় না কুপোকাত।

মিনি কাব্য - ১৫১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যে আসে আপন ইচ্ছায়,
আপন ইচ্ছায় চলে যায়।
তার তরে দুয়ার খুলে দাও;
তাকে ঠেকানো উচিৎ নয়।

মিনি কাব্য - ১২৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ঘুমেরা আসুক স্বপ্ন নিয়ে
তোমার ক্লান্ত চোখে।
সুখের রঙে ঢেউ খেলে যাক
ফুটুক হাসি মুখে।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন