ভালবাসা; শ্লোক - ১৫৭

ভালবাসা
পানির পোঁকা।
ধরতে যাও
দিবে ধোঁকা।

পাদটীকা: ভুল মানুষকে ভালোবাসলে ধোঁকা খাওয়া বা কষ্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।  
আরিফুর রহমান, নরওয়ে।

ভালবাসা; শ্লোক - ১৫৭


মিনি কাব্য - ১৫৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জীবনের সাথে যুদ্ধ করে
গিয়েছি সম্মুখ পথে তেড়ে।
দূরত্বের কাছে জিতে গিয়েও,
গেলাম তোমার কাছে হেরে।

মিনি কাব্য - ১৫২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সত্ত্যিকারের ভালোবাসা
ছাড়তে চায় না হাত,
ঠুনকো ঝড়ো বাতাসে তা
হয় না কুপোকাত।

মিনি কাব্য - ১২৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ঘুমেরা আসুক স্বপ্ন নিয়ে
তোমার ক্লান্ত চোখে।
সুখের রঙে ঢেউ খেলে যাক
ফুটুক হাসি মুখে।

মিনি কাব্য - ৯০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
তুমি বৃষ্টি হয়ে এসো
আমার বারান্দায়।
আমি হাত বাড়িয়ে দেবো,
স্বাগতম জানাবো তোমায়। 

প্রাক্তন; শ্লোক - ৭১

ফেলে যাওয়া প্রাক্তন 
বারবার ফিরে আসে। 
ইশারায় কাছে ডাকে, 
জানালায় এসে হাসে। 

পাদটীকা: অতীতের সাথে বর্তমান অবিচ্ছেদ্য সম্পর্কে যুক্ত, আর এই সম্পর্কের কারণে বারবার ফিড়ে আসে। গন্তব্য ভিন্ন হলেও কোথাও কোথাও আমরা একই পথ যাত্রী তাই আমরা বার বার প্রাক্তনের মুখোমুখি হই।
আরিফুর রহমান, নরওয়ে।

প্রাক্তন; শ্লোক - ৭১


মিনি কাব্য - ৬৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বসন্ত যায়, কোকিলের সব
দূরে থাকে।
কথায় কথায় বেলা বয়ে যায়
দাড়ি পাকে।

অতিথি; শ্লোক - ৪৬

যে চলে যেতে চায়
তাকে এগিয়ে দাও।
প্রয়োজনে মনটাকে
পাথরে বেধে নাও।

পাদটীকা: যে ব্যক্তি তোমাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে, তাকে যেতে দেয়াই শ্রেয়। যদি কখনো সে তোমাকে প্রয়োজন এবং প্রিয়জন মনে করে তাহলে সে আপনা আপনি ফিড়ে  আসবে। কারণ, বলপূর্বক কখনো কোন সুসম্পর্ক স্থাপন করা যায় না।  
আরিফুর রহমান, নরওয়ে।
অতিথি; শ্লোক - ৪৬


দূরত্ব; শ্লোক - ৩৪

যেথা পাশাপাশি দুই জন;
দুটি মন আলোকবর্ষ দূরে।
সেথা দুই প্রাণ নাহি গায়,
একই সংগীত একই সুরে।

পাদটীকা: প্রেম ভালোবাসা পরস্পরের প্রতি ভালো লাগা, সম্মান বা মোহ দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার প্রতিফল। যেখানে অন্তরে পারস্পরিক আকর্ষণ বা ভালো লাগার অনুভূতি অনুপস্থিত সেখানে শূন্যতারা আবাস গড়ে। সেখানে শারীরিক নিকটাবস্থান দৃশ্যত হলেও মনের দূরত্ব সেখানে প্রগাঢ়।
আরিফুর রহমান, নরওয়ে।

দূরত্ব; শ্লোক - ৩৪


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন