শুদ্ধিকরণ; শ্লোক - ৪১০

হৃদয়ে যাহার থাকে ময়লা
উগ়্রে দেয় বাহ্যিক আচরণে।
তা দূর না হয় পবিত্র জলে;
দূর হয় আত্ম শুদ্ধিকরণে।

পাদটীকা: দুষ্টু প্রবৃত্তি তখনই দূর হয়, ব্যক্তি যখন আত্মশুদ্ধির চেষ্টায় সফল হয়।
আরিফুর রহমান, নরওয়ে।

স্বজন; শ্লোক - ৪০৯

ভালোবাসার মানুষকে
কেউ তচ্ছিল্য করে না।
কথায় কথায় দোষারোপ
স্বজন কখনো করে না।

পাদটীকা: ভালোবাসার মানুষকে কেউ কখনো অসম্মান করে না।
আরিফুর রহমান, নরওয়ে।

দেহত্যাগ; শ্লোক - ৪০৮

যে জন ভব মায়া ফেলে
ঈশ্বরলোকে যায় চলে।
আজীবন তপস্যাতেও
তার দেখা নাহি মেলে।

পাদটীকা: প্রাণ যদি একবার দেহ ত্যাগ করে, তাহলে সে আর কখনোই ফেরত আসে না।
আরিফুর রহমান, নরওয়ে।

ঠিকানা; শ্লোক - ৪০৭

অস্থির জীবন থেকে
যদি চাও অবসর।
পাখীর মত তুমিও
বাঁধো একটা ঘর।

পাদটীকা: অস্থির জীবন থেকে পরিত্রান পেতে চাইলে স্থির হওয়ার কোনো বিকল্প নাই।
আরিফুর রহমান, নরওয়ে।

মান; শ্লোক - ৪০৬

পয়সা হারিয়ে গেলে
পরিশ্রমে তা ফেরত মেলে।
যদি হয় সম্মানহানী,
না মেলে কবিরাজী তেলে।

পাদটীকা: টাকা পয়সা হারিয়ে গেলে পরিশ্রম করলে তা পুনরুদ্ধার করা যায়, কিন্তু সম্মানহানি সহজে পূরণীয় নয়।
আরিফুর রহমান, নরওয়ে।

সমতা; শ্লোক - ৪০০

যত আছে নারী পুরুষ কিন্নর কিন্নরী,
মানবিক মাপে সকলেই সমান।
একই পথে ভূমিষ্ট সব মানব সন্তান,
সকলের তরে সমান সম্মান।

পাদটীকা: মানবিক মূল্যবোধের পরিমাপে, মানুষ হিসেবে প্রতিটি মানুষই সমান।
আরিফুর রহমান, নরওয়ে।

ভান; শ্লোক - ৩৯৫

দুষ্টু লোকের মিষ্টি কথা;
সুযোগ বুঝিয়া দেয় ব্যথা।
বাহির মহলে রঙের ছটা;
ময়লা ঢাকে নকশি কাঁথা।

পাদটীকা: কোন কোন মানুষ বাহিরে এক রকম এবং ভিতরে অন্য রকম।


ছবি: রায়ান কুইন্টাল

হালনাগাদ; শ্লোক - ৩৯৩

সময়ে নিজেকেও করতে হয়
প্রযুক্তির মত হালনাগাদ।
কাল অযোগ্য বলে গণ্য হবে
সুযোগ তোমায় দিবে বাদ।

পাদটীকা: সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নিজেকে সময়োপযোগী করার বিকল্প নাই।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: রডিয়ান কুতসয়েভ

পরিমাপ; শ্লোক - ৩৯২

ফিতা দিয়ে প্যান্ট শার্টের মাপ নেয়া যায়
মানুষের মাপ নয়।
ভিতরের মানুষ শারীরিক আকৃতির চেয়ে
বিশাল বড় হয়।

পাদটীকা: ফিতা দিয়ে কেবল মানুষের শারীরিক আকৃতি এবং উচ্চতার পরিমাপ নিতে পারি, কিন্তু মানুষের মানসিক পরিমাপ নিতে পারি না।


ছবি: কেনি লুও

যাত্রা; শ্লোক - ৩৯১

মানুষ জন্মে, শিক্ষিত হয়ে
দক্ষ হয়ে মরার জন্যে;
জীবন ভর ছুঁটে চলে, যেন
রকেট চলে মহাশূন্যে।

পাদটীকা: মানব জীবন একটি দীর্ঘ যাত্রা।

পরিবর্তন; শ্লোক - ৩৯০

নদীর কূল বানে ভেঙে যায়
ডাঙ্গার টানে ফিড়ে সে না আসে।
সময়ের স্রোতে পলি হারিয়ে
বালি হয়ে, অন্য কূলে মুচকি হাসে।

পাদটীকা: সময় এবং পরিবেশ পরিস্থিতির সাথে সাথে মানুষের অবস্থান এবং জীবনযাত্রা পরিবর্তন হয়।
আরিফুর রহমান, নরওয়ে।

পরিবর্তন; শ্লোক - ৩৯০
ছবি: এনেলিয়া স্যান্ডোভাল

সময়; শ্লোক - ৩৮৯

সময় আমাকে শিল্পী করেছে
শিখিয়েছে আঁকতে ছবি,
আমাকে লিখতে শিখিয়েছে
বানিয়েছে আমায় কবি।

পাদটীকা: পরিবেশে পরিস্থিতি মানুষকে অনেক কিছু হতেই বাধ্য করে।
আরিফুর রহমান, নরওয়ে।
 

ছবি: এডি ক্লাউস

পরিত্যাগ; শ্লোক - ৩৮৮

যখন স্বীকার করার ছিল
করেছো তখন পরিত্যাগ।
এখন তুমি স্বীকার করো
শূন্য থাকে তোমার ব্যাগ।

পাদটীকা: যথা সময়ে যথা কর্ম করতে হয়, সময় অতিবাহিত হলে সর্বদা পরিবেশ অনুকূলে থাকে না।
আরিফুর রহমান, নরওয়ে।

অপাত্র; শ্লোক - ৩৮৭

ফুঁটো থলেতে পয়সা রাখিলে
তা আপনা বাহির হয়।
গোপন কথা অপাত্র জানিলে
তাহা গোপন নাহি রয়।

পাদটীকা: অযোগ্য পাত্রে উপযুক্ত জিনিস রাখতে নাই।
আরিফুর রহমান, নরওয়ে।


চিত্র: আরিফুর রহমান

চাকচিক্য; শ্লোক - ৩৮৬

চকচক করিলেই সব
পরিণত হয় না স্বর্ণে।
বিচার না করিও কভু
দেখিয়া বাহ্যিক বর্ণে।

পাদটীকা: চাকচিক্যময় বস্তু মানেই যেমন স্বর্ণ নয়, অনুরূপ সুশ্রী মনেই ভালো মানুষ নয়। বাহ্যিক রূপ সর্বদা চারিত্রিক রূপের প্রতিফলন নয়।
আরিফুর রহমান, নরওয়ে।

চাকচিক্য; শ্লোক - ৩৮৬
চিত্র: আরিফুর রহমান

জয়; শ্লোক - ৩৮৩

উত্তর মেরু, দক্ষিণ মেরু
সাহসীরাই করেছে জয়।
সাহসীরাই শিখরে উঠেছে
জয় করেছে হিমালয়।

পাদটীকা: কোনো কিছু জয় করতে চাইলে সাহস থাকা বাঞ্চনীয়।

জন্ম পরিচয়; শ্লোক - ৩৭৭

মিঠা পানিতে জন্ম আমার,
জন্ম নদীর জলে।
নোনা পানিতে বসবাস তাই
সামুদ্রিক মাছ বলে।

পাদটীকা: ইলিশ মাছ এবং স্যালমন মাছের মত সময়ের সাথে কোন কোন মানুষের পরিচয় জন্ম পরিচয়কে ছাড়িয়ে নতুন পরিচয়ে পরিচিতি লাভ করে।
আরিফুর রহমান, নরওয়ে।

ইলিশ মাছ জন্ম পরিচয়

নির্ণয়; শ্লোক - ৩৭৬

সর্বদা উহা সঠিক নয়,
যাহা লিখিত রয়।
সত্য মিথ্যা বুদ্ধি দ্বারা
নির্ণয় করিতে হয়।

পাদটীকা: সত্য মিথ্যা আমাদের বুদ্ধি দিয়ে নির্ণয় করতে হয়।
আরিফুর রহমান, নরওয়ে।

শ্লোক - ৩৭৪

আরিফুর রহমানের শ্লোক - ৩৭৪
—————————
খাদ্যের কোন ধর্ম নাই
খাদ্য স্বয়ং ধর্ম।
প্রাণীকূল করে আহার,
বাঁচার তরে কর্ম।

শ্লোক - ৩৭৩

আরিফুর রহমানের শ্লোক - ৩৭৩
—————————
একদিন সব মুখোশ খুলে যায়,
সামনে আসে মুখ।
একদিন কষ্টের মেঘ উড়ে যায়,
জীবনে আসে সুখ।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন