আপেক্ষিকতা; শ্লোক - ২০৬

খবর ও খাবার বাসী হলেই
গুরুত্ব হারায় পর ক্ষণে।
মানুষ সেটা নিয়ে মত্ত থাকে
যা প্রাসঙ্গিক বর্তমানে।

পাদটীকা: মানুষ অতীতকে অবলম্বন করে বর্তমানে বাঁচে, পুরাতন তাল ভুলে নতুন তালে নাচে।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: জুলি মোরিরা

দুঃস্বপ্ন; শ্লোক - ২০৫

দুঃস্বপ্ন শেষে
আসে রঙিন স্বপ্ন ভেসে।
কান্নার শেষে
স্বস্তি মেলে দীর্ঘ শ্বাসে। 

পাদটীকা: সুখের বা দুঃখের সময় কোনটাই চিরস্থায়ী নয়। রাত দিনের ন্যায় জীবনে সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে। কখনো কখনো কান্নার শেষে হৃদয়ের কষ্ট কিছুটা লাঘব হয়।   
আরিফুর রহমান, নরওয়ে।

দুঃস্বপ্ন; শ্লোক - ২০৫


আবদ্ধ; শ্লোক - ২০৪

প্রকৃত প্রেম আবদ্ধ করে
মায়ায় ভালোবাসায়।
স্বার্থে তাড়িত সম্পর্ক বাঁধে
শক্ত শিকলে খাঁচায়।

পাদটীকা: কিছু সম্পর্ক মানুষকে ভালোবাসার মায়াজালে আবদ্ধ করে, আরো কিছু সম্পর্কে ভিত্তি করে মানুষ মানুষকে পরাধীনতার শিকলে আবদ্ধ করে।  
আরিফুর রহমান, নরওয়ে।

আবদ্ধ; শ্লোক - ২০৪


পরাজিত; শ্লোক - ২০৩

বাস্তবের কাছে পরাজিত
আবেগের কাছে নই।
তিক্ত-মধুর প্রেমের কথা
তাই তোমারেই কই।

পাদটীকা: মানুষ অনেক সময় বাস্তবের কাছে অসহায়। পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকায় ইচ্ছে থাকা সত্বেও অনেক সময় অনেক গল্পের ইতিবাচক সমাপ্তি ঘটে না। 
আরিফুর রহমান, নরওয়ে।

পরাজিত; শ্লোক - ২০৩


সূচনা; শ্লোক - ২০২

বন্ধুত্ব, শত্রুতা হয় না সূচনা
গড়ে না সম্পর্ক অকারণ।
সব সূচনায় কারণ থাকে,
ভাঙ্গে সম্পর্ক থাকে কারণ।

পাদটীকা: সম্পর্ক গড়ার বা ভাঙার পিছে এক বা একাধিক কারণ থাকে। অকারণে কোন কিছুই ভাঙে না বা গড়ে ওঠে না।
আরিফুর রহমান, নরওয়ে।

সূচনা; শ্লোক - ২০২


পরিবর্তন; শ্লোক - ২০১

ত্রি ভুবনের সকল কিছু
পরিবর্তনশীল ক্ষণস্থায়ী।
সময়ের সাথে সব বদলায়,
শুধু পরিবর্তন চিরস্থায়ী।

পাদটীকা: সময়ের সাথে সাথে শিশু, বালক থেকে যুবক, যুবক থেকে প্রৌঢ়ে পরিণত হয়, এবং একদিন পৃথিবী থেকে বিদায় নেয়। কিন্তু পরিবর্তনের ধারাটা সার্বজনীন। সময়ের সাথে সাথে এই পৃথিবীর প্রতিটি বিষয়, বস্তই পরিবর্তিত হয়। কারণ, পরিবর্তন জগতের শ্বাশত ধর্ম। 
আরিফুর রহমান, নরওয়ে।

পরিবর্তন; শ্লোক - ২০১


আপন আলো; শ্লোক - ১৯৩

জন্ম হোক যথা তথা
কর্ম হোক ভালো।
বিশ্ব তাকে চিনে নিবে
দেখে আপন আলো।

পাদটীকা: জন্ম পরিচয় কোনো মানুষের স্বরূপ নির্ণয়ের মাপকাঠি নয়। কে কেমন মানুষ তা ব্যক্তির কথা এবং কাজে প্রকাশ পায়। 
আরিফুর রহমান, নরওয়ে।

আপন আলো; শ্লোক - ১৯৩


মরীচিকা; শ্লোক - ১৯২

মরীচিকার পিছে ছোটে
নতুন পথিক।
সোজা পথ ফেলে হাঁটে
দিক বিদিক।

পাদটীকা: মানুষ কৌতূহলের বশে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। আলেয়ার পিছে ছুটতে গিয়ে জীবনের অনেক গুরুত্ত্বপূর্ণ সময় নষ্ট করে। 
আরিফুর রহমান, নরওয়ে।

মরীচিকা; শ্লোক - ১৯২


মিনি কাব্য - ১৯০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যে আমায় ভালোবেসে,
নিজ হাতে বানাবে পরোটা, দই!
তাকে দেবো আমার সকাল;
কারো শখ হতে চাই, প্রয়োজন নই।

মিনি কাব্য - ১৮৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
অনুভূতিটা অন্য রকম;
প্রথম ভালোবাসা কোন গোলাপ।
জগৎ ঘুরে ক্লান্ত সকালে,
আচমকা কুড়ি বছর পর আলাপ।

মিনি কাব্য - ১৮৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
অহংকার পরাজিত হয়
ধূলোয় মেশে ‌অবশেষে।
ভালো কথা ভালোবাসা
বেঁচে থাকে হৃদয়ে আবেশে।

মিনি কাব্য - ১৮৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
হে জায়া, কন্যা, জননী সকল!
নারী দিবসের শুভেচ্ছা!
শ্রদ্ধা এবং ভালোবাসা!
বাঁচুন সুখে, এটাই আশা!


নিয়ম; শ্লোক - ১৮৩

কারোর হঠাৎ প্রস্থানে
পৃথিবী থাকেনা থেমে,
যথারীতি কক্ষপথে
চলে আপন নিয়মে।

পাদটীকা: পৃথিবী তার আপন গতিতে চলে আপন কক্ষপথে। কোনো মানুষের জন্ম বা মৃত্যুতে পৃথিবীর গতি বা গন্তব্য পরিবর্তিত হয় না।
আরিফুর রহমান, নরওয়ে।

নিয়ম; শ্লোক - ১৮৩


প্রেমেরভেদ; শ্লোক - ১৮২

শরীরবৃত্তীয় প্রেম টেনে নেয় বিছানায়,
ক্ষেত্রভেদে তা বিছানা থেকে শুরু হয়।
হৃদয়বৃত্তীয় প্রেম হৃদয়ের গভীর হতে
স্বর্গীয় অনুভূতিময়, ভাবায়, কাঁদায়।

পাদটীকা: প্রেমের সংজ্ঞা এবং প্রেম সংক্রান্ত উপলব্ধি এবং অভিজ্ঞতা ব্যক্তিভেদে বিভিন্ন রকম। 
আরিফুর রহমান, নরওয়ে।

প্রেমেরভেদ; শ্লোক - ১৮২


সম্পর্ক; শ্লোক - ১৮০

সম্পর্ক টিকে থাকে
দ্বি-পাক্ষিক আচরণে।
হোক সে সম্পর্ক বন্ধুর
অথবা শত্রুর সনে।

পাদটীকা: একপাক্ষিক সম্পর্ক মূলত কোনো সম্পর্ক নয়, সম্পর্ক গড়ে ওঠে একাধিক পক্ষের লিখিত বা অলিখিত সম্মতিতে বা আচরণে।  এ সম্পর্ক হতে পারে বন্ধুর সাথে অথবা শত্রুর সাথে।  
আরিফুর রহমান, নরওয়ে।

সম্পর্ক; শ্লোক - ১৮০


আলো ছায়া; শ্লোক - ১৭৯

এ ভুবন মায়া
আলো আর ছায়া।
তুমি আমি শত
হয়ে যাবো গত।

পাদটীকা: পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী। আমার আপনার জীবনকাল ও ক্ষণস্থায়ী, দিনের আলো বা রাতের মতো একদিন তা অতিবাহিত হয়ে যাবে।  
আরিফুর রহমান, নরওয়ে।

আলো ছায়া; শ্লোক - ১৭৯


মিনি কাব্য - ১৭৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
আপন আঁখিতে পাইনা দেখিতে
আপন মুখখানি।
সকলেই সীমায় বদ্ধ, সীমাবদ্ধ
এই সত্য মানি।

মিনি কাব্য - ১৭৭

একজন অনেক কিছুতেই ভালো হয়
তবে সব কিছুতেই শ্রেষ্ঠ হয় না।
একজন অনেক কিছুই পারে
তবে সব কিছু পারে না।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন