তাঁরায়; শ্লোক - ১৪৬

মা হয়তো ভালো আছে
আকাশের তাঁরায়।
মায়ের কথা ভাবলেই,
কবিতা ছন্দ হারায়।

পাদটীকা: আমার মায়ের স্মরণে।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: ক্রিস্টোফার রোলার


প্রাণ; শ্লোক - ১৪৫

সকল জীবের ক্ষুধা আছে,
আছে কাম, বুদ্ধি, প্রাণ।
ধরার বুকে জন্ম নেয়া
প্রতিটি প্রাণ মূল্যবান।

পাদটীকা: পৃথিবীতে প্রাণের উদ্ভব হয়েছে কোটি কোটি বছরের বিবর্তনের ফলে। আর এই কারণের পৃথিবীর বুকে জন্ম নেয়া প্রতিটি প্রাণ অনেক মূল্যবান। 
আরিফুর রহমান, নরওয়ে।

প্রাণ; শ্লোক - ১৪৫


মিনি কাব্য - ১৪৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
নিয়তি সেই শৈশব থেকে বরাবরই
আমার প্রতি নিষ্ঠুর, নির্দয়।
কঠিন থেকে কঠিনতর পরীক্ষায়
যাচে আমায় সর্বদায়।

স্থানচুত্য; শ্লোক - ১৪২

স্থানচুত্য বৃক্ষ ও আমায়
সাদৃশ্য বর্তমান।
নতুন মাটিতে শক্ত হইনি
সময় বহমান।

পাদটীকা: নতুন পরিবেশে মানিয়ে নিতে কখনও কখনও সময় লেগে যায়।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: স্কট ওয়েব

মিনি কাব্য - ১৪১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
কোন বৃক্ষকে যখন
একত্র থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়,
নতুন মাটিতে শিকড় বিছিয়ে
শক্ত হয়ে দাঁড়াতে তার সময় লেগে যায়। 

মাপকাঠি; শ্লোক - ১৪০

ধার্মিক বা অধার্মিক
ভালো মন্দের মাপকাঠি নয়।
ভালো - মন্দ নির্ণয়
ব্যক্তির কর্ম গুণ বিচারে হয়।

পাদটীকা: কোন কিছুতে বিশ্বাস স্থাপন করা বা না করা কখনো কারোর পরিচয় নয়, ব্যক্তির কর্ম ব্যক্তির সত্তার ভালো বা মন্দ নির্ণয়ের মাপকাঠি।

মাপকাঠি পরিমাপ

মিনি কাব্য - ১৩৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
দিনকে দিন ধাবিত হচ্ছি
মৃত্যুর পথে।
যাচ্ছি সবাই ধীর গতিতে
সময়ের রথে।

মিনি কাব্য - ১৩২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
গাছ থেকে ফল পেতে
বীজ বুনিতে হয়।
ডিমে নিয়মিত তা দিলে
তবেই, ফুটে বাচ্চা হয়।

মিনি কাব্য - ১৩০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
প্রতিটি বইয়ের প্রতিটি শব্দ
মানুষের হাতে লেখা।
এই গোপন সত্যটি,
দর্শন আর যুক্তি থেকে শেখা।

মিনি কাব্য - ১২৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ভালো কাজে স্বর্গ সুখ
মন্দ কাজে আসে দুঃখ।
ভালো কাজে জীবন গড়ো
নয়তো, চোখের জলে ভাসবে বুক।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন