যোগফল; শ্লোক - ১১৫

বীজগণিতে, দুই বিয়োগ
যোগ করলে যোগফল হয়।
বাস্তবতায় দুই বিয়োগের
ফলাফল শূন্য হয়েই রয়।

পাদটীকা: গণিতে কোনো কিছুকে মূল্য কল্পনা করে ইতিবাচক ফলাফল দাঁড় করানো গেলেও জীবনের খাতায় সব অঙ্ক একই নিয়মে মেলে না।
আরিফুর রহমান, নরওয়ে।

যোগফল; শ্লোক - ১১৫


মানুষ দর্শন; শ্লোক - ১১৩

নরকে নয় ধরার মাঝে মানবে,
মুখ ও মুখোশে হাসে শয়তান।
অনুরূপ, সাধারণ মানব বেশে
খুঁজলেই পাবে আছে ভগবান।

পাদটীকা: শয়তানের বৈশিষ্ট্য সম্বলিত প্রাণী শুধুমাত্র নরকে, বা দেবতার বৈশিষ্ট্য সম্বলিত শুধুমাত্র স্বর্গে বিরাজমান নয়। উভয় সত্তার বৈশিষ্ট্য সম্বলিত মানুষ আমাদের আশেপাশেই বিরাজমান। আর এই সত্তাদ্বয় কে সনাক্ত করতে আমাদের পর্যবেক্ষণ ক্ষমতাই যথেষ্ট।    
আরিফুর রহমান, নরওয়ে।

মানুষ দর্শন; শ্লোক - ১১৩


স্বর্গ; শ্লোক - ১১১

স্বর্গের বর্ণনা রূপকথায়
আর আছে ধর্ম কথায়।
সংসার-ভবে স্বর্গ মেলে
ভালো কাজ ও কথায়।

পাদটীকা: স্বর্গের বর্ণনা শুধুমাত্র রূপকথা বা ধর্মে বিরাজমান। আর স্বর্গের অস্তিত্ব ভূপৃষ্ঠে বর্তমান। স্বর্গ বিরাজমান পৃথিবীর প্রকৃতিতে, প্রাণীতে, মানব সংসারের ভালো কাজ, কথা ও কর্মে। 
আরিফুর রহমান, নরওয়ে।

স্বর্গ; শ্লোক - ১১১


প্রাক ভাবনা; শ্লোক- ১১০

পঁচা পুকুরে ডুব দিলে
বেংচি ওঠে গায়, গা চুলকায়।
ভেবে কাজ করতে হয়,
অন্যথা জীবন ভুলে ভরে যায়।

পাদটীকা: কোন কিছু করার পূর্বে ঠান্ডা মাথায় ভেবে করতে হয়, নয়তো ভুলের মাশুল গুনতে হয়।
আরিফুর রহমান, নরওয়ে।


মিনি কাব্য - ১০৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
কালকে যে বন্ধু ছিল
আজকে সে তা নয়।
সময় ভেদে নদীর স্রোত
উল্টো দিকে বয়।

মিনি কাব্য - ১০৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
কিছু ফুল ফোটার আগেই ঝরে যায়,
গল্প তাঁহার অসমাপ্তই রয়ে যায়।
নানান পথের বিড়ম্বনায়, মরীচিকায়
বিপথে পথিক পথ হারায়।

মিনি কাব্য - ১০৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যা ছিলো তা হারিয়ে গেলে
অভাব বোধ জাগে মনে।
যা ইতোপূর্বে অস্তিত্বহীন
তা হারানোর ভয় অসমীচীন।

সমান; শ্লোক - ১০৩

নারী ও পুরুষ উভয় সমান
উভয়ই মানুষ মোরা।
হাতে হাত রেখে ভালোবাসায়
গড়ি পূর্ণ করি ধরা।

পাদটীকা: নারী এবং পুরুষ মানুষ হিসেবে সকলেই সমান। সকলের সম্মিলিত অংশ অবদানেই অসম্পূর্ণ পৃথিবী পূর্ণতা পাবে।
- আরিফুর রহমান, নরওয়ে।

সমান; শ্লোক - ১০৩


মিনি কাব্য - ১০২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জন্ম যাহার আছে
মৃত্যু তাহার হবে।
জীবদ্দশার পদচিহ্ন
স্মৃতি হয়ে রবে।

মিনি কাব্য - ১০১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
উত্তরাধিকার সূত্রে আমি
পাইনি ধণ, পাইনি পণ।
কথা ও কাজে স্বকীয়তা,
থাকবো আমি যতক্ষণ।

মিনি কাব্য - ১০০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মূর্তি গড়ার সময়
যত্নে গড়তে হয়।
পুঁড়িয়ে শক্ত হলে,
বাঁকানো সম্ভব নয়।

মিনি কাব্য - ৯৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মাঝপথে দাড়িয়ে আমি
পাওয়া না পাওয়ার হিসেব মেলাই।
কিছু হারিয়ে কিছু পেয়েছি
আজো একলা দাড়িয়ে জীবন খেয়ায়।

মিনি কাব্য - ৯৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
অলস্যে সফলতা নয়
ব্যার্থতার পাহাড় গড়া হয়।
পরিশ্রমী-কর্মঠ হও,
সময় করো না অপচয়।

মিনি কাব্য - ৯৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
কাছের পাহাড় বিশাল বড়
দূর থেকে তা নয়।
এখন কষ্ট আকাশ সম,
অতপরঃ সব ক্ষুদ্র মনে হয়।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন