বীজগণিতে, দুই বিয়োগ
যোগ করলে যোগফল হয়।
বাস্তবতায় দুই বিয়োগের
ফলাফল শূন্য হয়েই রয়।

পাদটীকা: গণিতে কোনো কিছুকে মূল্য কল্পনা করে ইতিবাচক ফলাফল দাঁড় করানো গেলেও জীবনের খাতায় সব অঙ্ক একই নিয়মে মেলে না।
আরিফুর রহমান, নরওয়ে।

যোগফল; শ্লোক - ১১৫