পঁচা পুকুরে ডুব দিলে
বেংচি ওঠে গায়, গা চুলকায়।
ভেবে কাজ করতে হয়,
অন্যথা জীবন ভুলে ভরে যায়।
পাদটীকা: কোন কিছু করার পূর্বে ঠান্ডা মাথায় ভেবে করতে হয়, নয়তো ভুলের মাশুল গুনতে হয়।
- আরিফুর রহমান, নরওয়ে।
বেংচি ওঠে গায়, গা চুলকায়।
ভেবে কাজ করতে হয়,
অন্যথা জীবন ভুলে ভরে যায়।
পাদটীকা: কোন কিছু করার পূর্বে ঠান্ডা মাথায় ভেবে করতে হয়, নয়তো ভুলের মাশুল গুনতে হয়।
- আরিফুর রহমান, নরওয়ে।
বেংচি কি? ব্যাঙাচি?
উত্তরমুছুনঘোলা বা অপরিস্কার পানিতে ডুব দেয়ার পর শরীরে যে কাদার প্রলেপ লেগে থাকে। তাকে আমাদের গ্রাম্য ভাষায় আমরা বেংচি বলে থাকি।
উত্তরমুছুন