করিওনা হেলা, ভাবিওনা
কাউকে অতি ক্ষূদ্রতর;
কেরামতে দেখায় কেরামতি
ঝড়ের দিনে বড়সর।
পাদটীকা: হাতি কাঁদাতে পড়লে চামচিকা লাথি মারে, এমনকি ক্ষূদ্র পিঁপড়াও বৃহৎ হাতির মৃত্যুর কারণ হতে পারে। কার মনে কী আছে তা বাহির দেখে বলা যায় না, পরহিংসা পরায়ণ লোক সুযোগ পেলেই সহিংস হয়ে ক্ষতির কারণ হতে পারে, তাই কাউকে কখনো তুচ্ছ ভেবে অবহেলা করা উচিত নয়।
- আরিফুর রহমান, নরওয়ে।
- আরিফুর রহমান, নরওয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন