অসতের হাত প্রশস্ত অতি
সৎ লোকের হাত চিকন সরু।
সৎ লোকেরা সংখ্যা লঘু;
অসৎ লোকে সংখ্যায় গুরু।
পাদটীকা: ক্ষেত্রভেদে, অসৎ লোকেরা অসৎ উপায়ে বিত্তবান এবং শিকারী নেকড়েদের ন্যায় সংঘবদ্ধ, অনুরূপ সৎ লোকেরা শিকারী নেকড়েদের ভয়ে ছন্নছাড়া।
- আরিফুর রহমান, নরওয়ে।
- আরিফুর রহমান, নরওয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন