যে আদর্শ ভাবনা ও বাক 
নিয়ন্ত্রণ করে দীন। 
সে আদর্শে ধর্মান্ধ ত্রাস
মানুষ বিবেক হীন।  

পাদটীকা: যে মতাদর্শ মানুষের ভাবনা ও মত  প্রকাশের স্বাধীনতাকে স্তব্ধ করে, সে মতাদর্শ ধর্মান্ধতা এবং ত্রাসের জন্ম দেয়।  
আরিফুর রহমান, নরওয়ে।