যে মেধায় নাই মানবতার বাস
মনুষ্যত্ব সেথা করে হাসফাস।
সে মূর্খ ঢের উত্তম; যে জন সৎ
মানুষে প্রাণে করে প্রেম বিশ্বাস।
পাদটীকা: বুদ্ধিমান অসৎ ব্যক্তি অনেক ভয়ংকর হতে পারে। এরূপ ক্ষেত্রে মূর্খ এবং সৎ ব্যক্তি যথেষ্ট নিরাপদ এবং উত্তম। যে ব্যক্তির মাঝে মেধা, সততা এবং মানবতার বাস, সে ব্যক্তি অতি উত্তম।
- আরিফুর রহমান, নরওয়ে।