জ্ঞানের দীপাবলি উঠুক জ্বেলে 
সকল অন্ধের চিন্তনে। 
কুসংস্কার আঁধার বিদায় হোক 
সুদিন আনুক সুজনে। 
 
পাদটীকা: সকল প্রকার কুসংস্কার এবং কুচিন্তা মানুষের মন থেকে দূর হোক, মানুষের মনে জ্ঞানের প্রদীপ প্রজ্জলিত হোক, মানুষেরা মানুষ থেকে উত্তম মানুষ হোক, সুদিন আসবে। 
- আরিফুর রহমান, নরওয়ে।
দীপাবলী; শ্লোক - ৪৩৮