এ ধরনীর প্রতিটি ফুল
বৈচিত্রে ও গন্ধে স্বতন্ত্র সুন্দর।
অনুরূপ জাত বর্ণ ভেদে
স্বরূপে সুন্দর নারী এবং নর।
পাদটীকা: প্রতিটি ফুল আপন রঙে সুন্দর, আর মানুষ তার আপন রূপে সুন্দর। হাতের প্রতিটি আঙুলের ন্যায় পৃথিবীর প্রাকৃতিক উপকরণ এবং প্রতিটি প্রাণী স্বতন্ত্র।
বৈচিত্রে ও গন্ধে স্বতন্ত্র সুন্দর।
অনুরূপ জাত বর্ণ ভেদে
স্বরূপে সুন্দর নারী এবং নর।
পাদটীকা: প্রতিটি ফুল আপন রঙে সুন্দর, আর মানুষ তার আপন রূপে সুন্দর। হাতের প্রতিটি আঙুলের ন্যায় পৃথিবীর প্রাকৃতিক উপকরণ এবং প্রতিটি প্রাণী স্বতন্ত্র।
- আরিফুর রহমান, নরওয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন