আপেক্ষিকতা; শ্লোক - ২০৬

খবর ও খাবার বাসী হলেই
গুরুত্ব হারায় পর ক্ষণে।
মানুষ সেটা নিয়ে মত্ত থাকে
যা প্রাসঙ্গিক বর্তমানে।

পাদটীকা: মানুষ অতীতকে অবলম্বন করে বর্তমানে বাঁচে, পুরাতন তাল ভুলে নতুন তালে নাচে।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: জুলি মোরিরা

আলো ছায়া; শ্লোক - ১৭৯

এ ভুবন মায়া
আলো আর ছায়া।
তুমি আমি শত
হয়ে যাবো গত।

পাদটীকা: পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী। আমার আপনার জীবনকাল ও ক্ষণস্থায়ী, দিনের আলো বা রাতের মতো একদিন তা অতিবাহিত হয়ে যাবে।  
আরিফুর রহমান, নরওয়ে।

আলো ছায়া; শ্লোক - ১৭৯


সময়; শ্লোক - ১৬৪

সময়কে যায় না দেখা
চোখে বা আয়নায়।
তবে সময় যেতে যেতে
অনেক কিছু দেখায়।

পাদটীকা: সময় মূলত অদৃশ্য হলেও সময়ের স্রোত দৃশ্যমান, সময়ের স্রোতে পরিবর্তিত সকল পরিবর্তন, উত্থান এবং পতন দৃশ্যমান।
আরিফুর রহমান, নরওয়ে।

সময়; শ্লোক - ১৬৪


ক্রমান্বয়; শ্লোক - ৪৭

পিতার জন্ম না হয় কভু 
দাদা দাদীর পূর্ব ভাগে; 
একের পরেই দুই, তিন 
সংখ্যা ক্রমান্বয়ে জাগে। 

পাদটীকা: পৃথিবীতে সব কিছুই ক্রমান্বয়ে ঘটে। ঘটা ঘটনার প্রতিটি অংশ আপন অংকে ক্রমান্বয়ে সুসজ্বিত; এখানে একটি অধ্যায়ের সমাপ্তির মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হয়। সময় এখানে ভবিষ্যৎ হতে বর্তমানে রূপলাভের মধ্য দিয়ে আপন ধারায় প্রবাহিত হয়ে তা সময়ের স্রোতে অতীত হিসেবে বিলীন হয়।
- আরিফুর রহমান, নরওয়ে।

ক্রমান্বয়; শ্লোক - ৪৭


শিক্ষা; শ্লোক - ২৯

যদি তুমি অতীত থেকে
নাও সব শিক্ষা,
কৃতকার্য হবেই হবে যদি
আসে পরীক্ষা।

পাদটীকা: কোন কাজ করলে কোন ফল হয় তা আমরা অতীত অভিজ্ঞতার আলোকে বুঝতে পারি। তাই বর্তমান বা ভবিষ্যতের কোন কর্মে, আমরা যদি অতীত থেকে প্রাপ্ত শিক্ষার আলোকে সিদ্ধান্ত গ্রহন করি, তাহলে তা সঠিক ফল বয়ে আনে।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: সালিহ ফেরহাট

কালক্ষয়; শ্লোক - ৯

ভূবনেতে জন্ম জীবন
অতি স্বল্প সময়;
কাজ ফেলে অকাজে
সময় করি ক্ষয়।

পাদটীকা: পৃথিবীতে আমাদের জন্ম এবং জীবিত কাল, মহাকালের হিসেবে খুবই নগন্য সময়ের। এই সময় মহামূল্যবান, কারণ আমরা কালের ধুলোয় মিলিয়ে গেলে আমাদেরকে আর দ্বিতীয়বার সময় দেয়া হবে না, পুনরায় জন্মগ্রহণ করে মহান কিছু করে যাওয়ার, তাই জীবিতকালে মুহূর্ত গুলো ভালো কিছুর উদ্দেশ্যে ব্যয় উচিত।
আরিফুর রহমান, নরওয়ে।

কালক্ষয়; শ্লোক - ৯ ; শ্লোক - ৯


জীবন প্রদীপ; শ্লোক - ১

বছর আসে
বছর যায়,
জীবন প্রদীপ
তেল ফুরায়।

পাদটীকা: পঞ্জিকার পাতায় ক্রমশ যোগ হয় নতুন দিন, মাস; বছর চলে যায় আর আমাদের আয়ূ রেখা ক্রমশ ছোট হতে থাকে, আমরা ধাবিত হতে থাকি মৃত্যুর সন্নিকটে।
 - আরিফুর রহমান, নরওয়ে।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন