যদি তুমি অতীত থেকে
নাও সব শিক্ষা,
কৃতকার্য হবেই হবে যদি
আসে পরীক্ষা।

পাদটীকা: কোন কাজ করলে কোন ফল হয় তা আমরা অতীত অভিজ্ঞতার আলোকে বুঝতে পারি। তাই বর্তমান বা ভবিষ্যতের কোন কর্মে, আমরা যদি অতীত থেকে প্রাপ্ত শিক্ষার আলোকে সিদ্ধান্ত গ্রহন করি, তাহলে তা সঠিক ফল বয়ে আনে।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: সালিহ ফেরহাট