মিনি কাব্য - ২৯৪
আরিফুর রহমান
-----------------
মুখোশে ঢেকে, ছলনায় মেখে
আড়াল হয় ক্ষণিকের তরে।
সত্য, সুন্দর, সূর্যের আলো
যায় না ঢাকা চির তরে।
আরিফুর রহমান
-----------------
মুখোশে ঢেকে, ছলনায় মেখে
আড়াল হয় ক্ষণিকের তরে।
সত্য, সুন্দর, সূর্যের আলো
যায় না ঢাকা চির তরে।
একটি মন্তব্য পোস্ট করুন