তুমি যাকে ভাবিছো দেব
সে আসলে মানুষ।
লালসায় পরিলে দেব
হারাইবে সব হুস।

পাদটীকা: জগতের কোন মানুষই তার স্বীয় সত্তার উর্ধে নন। তাই বিশেষ পরিবেশ পরিস্থিতিতে দেব তুল্য মানুষেরও জৈবিক রূপ প্রকাশ পায়।  
আরিফুর রহমান, নরওয়ে।

জৈবিক মানুষ; শ্লোক - ২৭২