মিনি কাব্য - ৩১৫

মিনি কাব্য - ৩১৫
আরিফুর রহমান
-----------------
যেথা অনুচিত, অন্যায়, অসত্য বিরাজমান
ধর্ম সেখানেই প্রয়োজন।
যেথা উচিত, ন্যায়, সত্য স্বীকৃত - প্রতিষ্ঠিত
ধর্ম সেখানে নিষ্পয়োজন।

সংবাদ সংজ্ঞা; শ্লোক - ২৯৮

যে সংবাদ অসত্য, ভিত্তিহীন
তাহা হলুদ বলেই গণ্য হয়।
ঘটা ঘটনার সত্য উচ্চারণ
সংবাদ বলে পরিগণিত হয়।

পাদটীকা: অসাধু ও অসত্য সংবাদ মাধ্যমের পরিচয় বিশ্লেষণ প্রসঙ্গে। 
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: মিখাইল রক্ষিত্যানস্কি

প্রহসন; শ্লোক - ২০০

প্রশাসন স্বদেশে আজরাইল,
মানুষ অসহায় অবিচারে।
সাজানো নাটক; চোর পুলিশ,
বিনাবিচারে প্রাণ কারে।

পাদটীকা: ন্যায় ন্যায়ের বিচার আদালতের হাতে ন্যস্ত হয় উচিত, বিচার বহির্ভুত হত্যাকান্ড কখনো কাম্য নয়।
যে পাহারাদার নিজেই সিঁদ কাটে, সেই পাহারাদারের কাছে গৃহকর্তার গৃহ নিরাপদ নয়।
আরিফুর রহমান, নরওয়ে।

প্রহসন; শ্লোক - ২০০


মিনি কাব্য - ১৮৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
অহংকার পরাজিত হয়
ধূলোয় মেশে ‌অবশেষে।
ভালো কথা ভালোবাসা
বেঁচে থাকে হৃদয়ে আবেশে।

মিনি কাব্য - ১৮৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
দাঁত থাকিতে দাঁতের যত্ন করি না,
ইহাই মোদের বাঙালীয়ানা।
অযত্নে অবহেলায় দন্ত যদি হারাই,
হই আফসোসে তালকানা।

মিনি কাব্য - ১৩১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বান্দর কে দিলে প্রশ্রয়
পেয়ে যায় লাই।
মাথায় উঠে ভাংবে কাঠাল
রক্ষা তোমার নাই।

মিনি কাব্য - ১২৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মগের মুল্লুকে মগেরা সব
বগল বাজায় মহোৎসবে।
সুবোধেরা সব পালিয়ে যাবে
নয়তো চিল-শকুনে খাবে।

মিনি কাব্য - ১২১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বিশ্বজিৎ এবং অভিজিতদের
উগ্র সন্ত্রাসী করে খুন।
বিচারের পালে হাওয়া লাগেনা
অদৃশ্য হাত টানে গুণ।

মিনি কাব্য - ৭৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বিষাক্ত সাপ নিয়ে খেলতে নেই,
ছোবল দিবে গায়।
ছটফটিয়ে মৃত্যু হবে
বিষের যন্ত্রনায়।


ত্তঁচলাকুড়; শ্লোক - ৭৪

যে ভূমে নাই শিল্পের মর্ম,
সে ভূমি ত্তঁচলাকুড়, বৃথা
শিল্পীর জন্ম, কর্ম ও ঘর্ম,
শিল্প সেথা অপরাধ সম।

পাদটীকা: ত্তঁচলাকুড় ময়লার স্তুপ, সেখানে উচ্ছিষ্ট বস্তু স্থান পায় মূল্যবান শিল্পকর্ম সেখানে শোভা পায় না। কোনো শিল্পকর্ম যদি আস্তাকুড়ে পরে থাকে তাহলে সেই বস্তুর শিল্প এবং গুনগত ম্যান নিয়ে প্রশ্ন ওঠে। তাই সে সমাজে শিল্পের মূল্যায়ন নাই সে সমাজ ত্তঁচলাকুড়, শিল্প সেখানে বৃথা, শিল্পী সেখানে অবমূল্যায়িত।  
আরিফুর রহমান, নরওয়ে।


চিত্র: আরিফুর রহমান

আশকারা; শ্লোক - ৭২

শত্রুকে তুমি বসতে দিবে,
খেয়ে দেয়ে শুতে চাবে।
তোমাকে বলাৎকার করে
তোমার মুখে মুতে যাবে।

পাদটীকা: চিহ্নিত শত্রুকে দূর্বল ভেবে কখনো আশকারা দিতে নাই। তার প্রতি তোমার দয়া দাক্ষিণ্যকে তোমার দূর্বলতা মনে করবে।
তুমি তাকে বন্ধু ভাবলেও সে তোমাকে শত্রু বৈ ভিন্ন কিছু ভাববে না, এবং সুযোগ পেলেই সে তোমার ক্ষতি করে চলে যাবে।
আরিফুর রহমান, নরওয়ে।
 

বাঙালি; শ্লোক - ৭০

রাজার, ফিরিঙ্গীর, পাকির;
গোলামীর রক্ত বাঙ্গালীর স্বভাবে।
স্বাধীন দেশে কীটের গোলাম
আপন স্বভাবে, চেতনার অভাবে।

পাদটীকা: পরাধীনতা, তোষামদী এবং তৈলমর্দন বাঙালির ঐতিহ্যগত প্রবৃত্তি। এ জাতি স্বাধীনতার স্বপ্ন দেখে, ক্ষমতাবানের তোষামোদ করে, পোষা কুকুরের ন্যায় দৃশ্যমান বা অদৃশ্য মনিবের অধীনে সুশৃঙ্খল থাকে।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: ব্রিটিশ লাইব্রেরি

ধর্মান্ধতা; শ্লোক - ৫০

যে আদর্শ ভাবনা ও বাক 
নিয়ন্ত্রণ করে দীন। 
সে আদর্শে ধর্মান্ধ ত্রাস
মানুষ বিবেক হীন।  

পাদটীকা: যে মতাদর্শ মানুষের ভাবনা ও মত  প্রকাশের স্বাধীনতাকে স্তব্ধ করে, সে মতাদর্শ ধর্মান্ধতা এবং ত্রাসের জন্ম দেয়।  
আরিফুর রহমান, নরওয়ে।

পণ্য; শ্লোক - ৪১

কেউ বেচে আলু পটল
কেউ গায়ের ঘাম শ্রম কর্ম।
কাঠ মোল্লার কিচ্ছু নাই
বেচে কুরআন হাদিস ধর্ম।

পাদটীকা: মানুষ পণ্য বিক্রয় করে অর্থ উপার্জন করে এবং জীবিকা নির্বাহ করে। পণ্য বিভিন্ন রকম হয়ে থাকে, কারোর কাছে পণ্য হলো সময়, শ্রম, সেবা, সম্পদ বা উৎপাদিত কোন বস্তু। সমাজে একশ্রেণীর মানুষ আছেন যারা ধর্মকে পণ্য হিসেবে উপজীব্য করে চলে।
আরিফুর রহমান, নরওয়ে।

পণ্য; শ্লোক -৪১



পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন