গুণ; শ্লোক - ৪০৩

সুশ্রী এবং সুজন
একই গুণ নয়;
বাহ্যিক ও আত্মীক
দুটি ভিন্নতায়।

পাদটীকা: সুন্দর এবং ভালো মানুষ এক বিষয় নয়। রূপ আর গুণ দুটি ভিন্ন বিষয়।
আরিফুর রহমান, নরওয়ে।

স্মৃতিভ্রম; শ্লোক - ৪০২

মানুষ স্বল্প সময়ে স্মৃতিভ্রম,
দ্রুত ভুলে যায়, তালকানায়।
ভুলের পালে হাওয়া লাগে,
পুকুর ভরে কচুর পানায়।

পাদটীকা: অবহেলা, এবং যথা সময়ে যথা কর্তব্য সম্পাদন না করার কারণে সমাজে সমস্যা ক্রম বর্ধমান।
আরিফুর রহমান, নরওয়ে।

স্মৃতিভ্রম; শ্লোক - ৪০২

প্রৌঢ়ি; শ্লোক - ৩৯৯

পানি ঢালার সময়,
পাত্রের ধারণ ক্ষমতার দিকে
খেয়াল রাখতে হয়,
অমাত্রা ঢালিলে হয় অপচয়।

পাদটীকা: যে পাত্রের ধারণ ক্ষমতা যতটুকু, সেই পাত্রে ততটুকুই ক্ষমতা দেয়া উচিত।

বাস্তবতা; শ্লোক - ৩৯৮

অভাব অনটন দেয় কষ্ট,
চাপে পড়ে হয় স্বভাব নষ্ট।
দূর থেকে না যায় দেখা,
কাছে আসলে সব স্পষ্ট।

পাদটীকা: পরিবেশ পরিস্থিতিতে মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে তৃতীয় দৃষ্টি ভঙ্গি থেকে বাস্তবতা সব সময় বোঝা সম্ভব হয় না।

মুখোশ; শ্লোক - ৩৯৭

দুষ্টু লোকের মিষ্টি কথা,
সদাচার সন্মুখে সর্বদায়।
অলক্ষ্যে করে পুকুর চুরি,
মুখোশ ঢাকে সাদা পর্দায়।

পাদটীকা: কোন কোন মানুষের মিষ্টি কথার  আড়ালে স্বার্থোদ্ধারের দুরভিসন্ধি লুকিয়ে থাকে।

ছবি: সার্কান টার্ক

ভান; শ্লোক - ৩৯৫

দুষ্টু লোকের মিষ্টি কথা;
সুযোগ বুঝিয়া দেয় ব্যথা।
বাহির মহলে রঙের ছটা;
ময়লা ঢাকে নকশি কাঁথা।

পাদটীকা: কোন কোন মানুষ বাহিরে এক রকম এবং ভিতরে অন্য রকম।


ছবি: রায়ান কুইন্টাল

অবমূল্যায়ণ; শ্লোক - ৩৯৪

শিল্প যেথা মূল্যহীন
হয় অবমূল্যায়ণ।
সেভূমে মহা অপরাধ
শিল্পীর জন্ম স্বয়ং।

পাদটীকা: যে দেশে শিল্পী ও শিল্পকর্মের অবমূল্যায়ন হয়, সেখানে শিল্পীর জন্ম অপরাধ তুল্য।
আরিফুর রহমান, নরওয়ে।

অবমূল্যায়ণ; শ্লোক - ৩৯৪
ছবি: রডিয়ান কুতসয়েভ

হালনাগাদ; শ্লোক - ৩৯৩

সময়ে নিজেকেও করতে হয়
প্রযুক্তির মত হালনাগাদ।
কাল অযোগ্য বলে গণ্য হবে
সুযোগ তোমায় দিবে বাদ।

পাদটীকা: সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নিজেকে সময়োপযোগী করার বিকল্প নাই।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: রডিয়ান কুতসয়েভ

পরিবর্তন; শ্লোক - ৩৯০

নদীর কূল বানে ভেঙে যায়
ডাঙ্গার টানে ফিড়ে সে না আসে।
সময়ের স্রোতে পলি হারিয়ে
বালি হয়ে, অন্য কূলে মুচকি হাসে।

পাদটীকা: সময় এবং পরিবেশ পরিস্থিতির সাথে সাথে মানুষের অবস্থান এবং জীবনযাত্রা পরিবর্তন হয়।
আরিফুর রহমান, নরওয়ে।

পরিবর্তন; শ্লোক - ৩৯০
ছবি: এনেলিয়া স্যান্ডোভাল

সময়; শ্লোক - ৩৮৯

সময় আমাকে শিল্পী করেছে
শিখিয়েছে আঁকতে ছবি,
আমাকে লিখতে শিখিয়েছে
বানিয়েছে আমায় কবি।

পাদটীকা: পরিবেশে পরিস্থিতি মানুষকে অনেক কিছু হতেই বাধ্য করে।
আরিফুর রহমান, নরওয়ে।
 

ছবি: এডি ক্লাউস

পরিত্যাগ; শ্লোক - ৩৮৮

যখন স্বীকার করার ছিল
করেছো তখন পরিত্যাগ।
এখন তুমি স্বীকার করো
শূন্য থাকে তোমার ব্যাগ।

পাদটীকা: যথা সময়ে যথা কর্ম করতে হয়, সময় অতিবাহিত হলে সর্বদা পরিবেশ অনুকূলে থাকে না।
আরিফুর রহমান, নরওয়ে।

অপাত্র; শ্লোক - ৩৮৭

ফুঁটো থলেতে পয়সা রাখিলে
তা আপনা বাহির হয়।
গোপন কথা অপাত্র জানিলে
তাহা গোপন নাহি রয়।

পাদটীকা: অযোগ্য পাত্রে উপযুক্ত জিনিস রাখতে নাই।
আরিফুর রহমান, নরওয়ে।


চিত্র: আরিফুর রহমান

জয়; শ্লোক - ৩৮৩

উত্তর মেরু, দক্ষিণ মেরু
সাহসীরাই করেছে জয়।
সাহসীরাই শিখরে উঠেছে
জয় করেছে হিমালয়।

পাদটীকা: কোনো কিছু জয় করতে চাইলে সাহস থাকা বাঞ্চনীয়।

প্রতিষ্ঠা; শ্লোক - ৩৮১

ইতিহাসে অনেক সত্য গিয়েছে
মিথ্যার ছাইয়ে ঢেকে;
অনেক মিথ্যা প্রতিষ্ঠা পেয়েছে
সত্যের রঙে রঙ মেখে।

পাদটীকা: কলম্বাস যেমন আমেরিকার আবিস্কারক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে, অনুরূপ ইতিহাসে আরো অনেক অসত্য বিষয় প্রচার প্রচারণায় সত্য হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

প্রতীক; শ্লোক - ৩৮০

শাস্তি ও মৃত্যু চিহ্ন “ক্রুশ”
রোমান করেছে “শান্তি” রূপে প্রতিষ্ঠা।
মঙ্গলের প্রতীক “স্বস্তিকা”
জার্মান নাৎসি মেখেছে ঘৃণা’র বিষ্ঠা।

পাদটীকা: যথাযথ ভাবে প্রচার করা গেলে, অন্যায়কেও  ন্যায়  হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। আবার অপপ্রচারে প্রতিষ্ঠিত বিষয়কেও কলুষিত করা স্বভব।
আরিফুর রহমান, নরওয়ে।

প্রতীক; শ্লোক - ৩৮০

অকাল; শ্লোক - ৩৭৯

শুধু মানুষ খারাপ হয় না,
সময়ও খারাপ হয়,
আকস্মাৎ যখন সব কিছু
উল্টো দিকে বয়।

পাদটীকা: সময় এবং সম্পর্ক উভয়ই ভালো বা মন্দের দিকে পরিবর্তন হয়।

স্বদেশ; শ্লোক - ৩৭৮

জোর যার মুল্লুক তার,
বিড়ম্বনা অশেষ।
উঁয়ে খাওয়া, ঘুণ ধরা
সোনালী স্বদেশ।

পাদটীকা: বাংলাদেশে দুর্নীতি এবং অরাজকতা ক্রমশ বর্ধমান। এক কালের সোনার বাংলাদেশ আজ দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ রূপ ধারণ করেছে অন্যায় এবং সুষম বন্টনের অভাবে।  
আরিফুর রহমান, নরওয়ে।
 
ছবি: আরিফুর রহমান

জন্ম পরিচয়; শ্লোক - ৩৭৭

মিঠা পানিতে জন্ম আমার,
জন্ম নদীর জলে।
নোনা পানিতে বসবাস তাই
সামুদ্রিক মাছ বলে।

পাদটীকা: ইলিশ মাছ এবং স্যালমন মাছের মত সময়ের সাথে কোন কোন মানুষের পরিচয় জন্ম পরিচয়কে ছাড়িয়ে নতুন পরিচয়ে পরিচিতি লাভ করে।
আরিফুর রহমান, নরওয়ে।

ইলিশ মাছ জন্ম পরিচয়

নির্ণয়; শ্লোক - ৩৭৬

সর্বদা উহা সঠিক নয়,
যাহা লিখিত রয়।
সত্য মিথ্যা বুদ্ধি দ্বারা
নির্ণয় করিতে হয়।

পাদটীকা: সত্য মিথ্যা আমাদের বুদ্ধি দিয়ে নির্ণয় করতে হয়।
আরিফুর রহমান, নরওয়ে।

শ্লোক - ৩৭৫

আরিফুর রহমানের শ্লোক - ৩৭৫
—————————
কেহ হস্ত ধরিয়া টানিয়া
চুমু নাহি পায়।
কেহ স্পর্শ না করিতেই
পরতে আসে গায়।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন