সূর্য; শ্লোক - ৩১৪

সূর্য ঈশ্বর তূল্য;
উভয়েরই কারণ ধ্বংস ও সৃষ্টি।
জন্ম দেয় নতুনের,
খরা, মরা, তাপ, ঝড় ও বৃষ্টি।

পাদটীকা: সূর্য কেবলই একটি নক্ষত্রের নাম নয়, সূর্য আমাদের সৌরজগতের মধ্যমনি। সূর্য আছে বলেই পৃথিবীতে জীবন চক্র চলমান আছে।

সূর্য; শ্লোক - ৩১৪


মিনি কাব্য - ৩১৩

মিনি কাব্য - ৩১৩
আরিফুর রহমান
-----------------
এ ভুবন বৈচিত্রময়;
সংঘর্ষে সৃষ্টি এবং ধ্বংসে।
সংগ্রামে টিকে থাকা;
প্রজন্মে, পরম্পরায় বংশে।

মিনি কাব্য - ৩০৯

মিনি কাব্য - ৩০৯
আরিফুর রহমান
-----------------
অন্যায় দেখিয়া যে
নত মস্তকে এড়িয়ে যায়।
দূর্বল ‌অমানব সে
অমেরুদন্ডীয় বলে গণ্য হয়।

নারীর পরিচয়; শ্লোক - ৩০৭

নারীর বহু পরিচয়;
ভালোবাসা প্রেমিকা,
কন্যা, জায়া, জননী,
দূর্গতিনাশিনী দূর্গা।

পাদটীকা: সমাজ, রাষ্ট্র, বা পৃথিবীর অর্ধাংশ হলো নারী। জগতে নারী আছে বলেই আমরা জন্ম গ্রহণ করি এবং বেঁচে থাকি। নারীকূল ব্যতীত পূরুষকূল অস্তিত্ব শূণ্য।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: সোমকোয়ার বিক্রম

মিনি কাব্য - ৩০৪

মিনি কাব্য - ৩০৪
আরিফুর রহমান
-----------------
পাথরে পাথর ভাঙ্গে আঘাতে,
আগুন জ্বলে বারংবার ঘর্ষণে।
মানুষ এবং চুম্বক কাছে আসে
আকর্ষণে, দূরে যায় বিকর্ষণে।

মিনি কাব্য - ৩০৩

মিনি কাব্য - ৩০৩
আরিফুর রহমান
-----------------
আয়না প্রতিবিম্ব দেখায়,
দেয়াল ধ্বনির প্রতিধ্বনি শোনায়,
মানুষ ‌শিক্ষা থেকে শেখে,
কৃত কর্মে জ্ঞানের প্রকাশ ঘটায়।

মিনি কাব্য - ৩০১

মিনি কাব্য - ৩০১
আরিফুর রহমান
-----------------
কলি, পূর্ণতা পায় ফুলে
ফুল, পূর্ণতা পায় ফলে।
কলি যদি ফুল না হয় তবে
ফল হয় কি তা কোন কালে?

মিনি কাব্য - ৩০০

মিনি কাব্য - ৩০০
আরিফুর রহমান
-----------------
বড় কথায় বড় নয়
বড় হয় কর্মে।
বড় বৃক্ষে ভক্তি নয়
ভক্তি মানব ধর্মে।

মিনি কাব্য - ২৯৯

মিনি কাব্য - ২৯৯
আরিফুর রহমান
-----------------
আগাছা হয়ে জন্ম নিয়ে
সুবিশাল বট গাছ হয়।
কোন কোন বট গৃহ কোণে
যতনে বনসাই হয়ে রয়।

মিনি কাব্য - ২৯৫

মিনি কাব্য - ২৯৫
আরিফুর রহমান
-----------------
পুস্তকে যেমন অধ্যায় থাকে
অনুরূপ থাকে জীবনে।
সময়ের সাথে বিষয় বদলে
পৌষ, বৈশাখ, শ্রাবণে।

মিনি কাব্য - ২৯২

মিনি কাব্য - ২৯২
আরিফুর রহমান
-----------------
প্রচ্ছদ বিচারে সর্বদা
বই কখনো পড়তে নেই।
মানুষের বিচার সর্বদা
চেহারা দেখে করতে নেই।

মিনি কাব্য - ২৯০

মিনি কাব্য - ২৯০
আরিফুর রহমান
-----------------
বরশি হাতে নিলেই
হয় না মৎস শিকার।
মৎস না দেয় ঠোকর
যদি না থাকে আধার।

মিনি কাব্য - ২৮৯

মিনি কাব্য - ২৮৯
আরিফুর রহমান
-----------------
জাত ভেদাভেদ মানুষে গড়ে
আধিপত্য প্রতিষ্ঠার তরে।
সবাই ভূমিষ্ট হয় সমান ভাবে,
একই পরিচয় যখন মরে।

মিনি কাব্য - ২৮৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
পানির স্রোত সর্বদা
ঢালুতেই বহে।
কোন কিছুই নিরার্থক
অকারণে নহে।

মিনি কাব্য - ২৮৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সুজনে সুনয়ন পরিলে
সুচিন্তা সমূহ সচল হয়।
সুকর্ম সুকথা সুগন্ধ সম
আপন গুণে অমর হয়।

মিনি কাব্য - ২৮৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
এক দৃষ্টিতে যাহা আলোর কারণ
অন্য দৃষ্ঠিতে ছায়ার।
এক পক্ষে যাহা নির্দয়তা
অন্য পক্ষে তা মায়ার।

মিনি কাব্য - ২৮১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মানুষ শক্তকে ভক্তি করে,
নরমের প্রতি গরম।
লজ্জাহীনে কভু না করে
কোন কিছুতে শরম।

বনফুল; শ্লোক - ২৭৬

কোন কোন বনফুল
অধিক শোভা দেয়,
পরিচর্চায় পালিত
গোলাপের তুলনায়। 

পাদটীকা: পথের ধারে বা বনে জঙ্গলে ফুটে থাকা কোনো কোন ফুল পরিচর্চায় পালিত ফুলের চেয়েও দৃষ্টিনন্দন এবং সুঘ্রাণ দেন করে।  
আরিফুর রহমান, নরওয়ে।

বনফুল; শ্লোক - ২৭৬


মিনি কাব্য - ২৬৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
রঙ মাখিয়া কালো কাক
ময়ূরে রূপান্তরিত হয় না।
নর্দমায় যতই জল ঢালো,
নদী তাঁকে কেউ কয় না।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন