পুনরাবৃত্তি; শ্লোক - ৪২২

ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে;
পুরাতন পণ্য নব মোড়কে।
নতুন যাত্রী তুলে পুরনো
গাড়ী চলে নতুন সড়কে।

পাদটীকা: সমাজে এবং রাজনীতিতে অনেক ঘটনারই পুনরাবৃত্তি ঘটে। যেমনটা, ব্যবসায় পুরাতন পণ্যকে নতুন রূপে বাজারজাত করা হয়।
আরিফুর রহমান, নরওয়ে।

ধারণা বদল; শ্লোক - ৪২১

ব্যাঙ যখন কুঁয়োতে থাকে
কুঁয়োকেই ভাবে বিশ্ব।
সাগরে ব্যাঙ যখন মেলে,
খুঁজে পায় নব অস্তিত্ব।

পাদটীকা: সময়ের সাথে সাথে ব্যক্তির অবস্থানের পরিবর্তনের কারণে ব্যক্তি নতুন অভিজ্ঞতা লাভ করে। যে বিষয়ে শূণ্য ধারণা ছিলো সে বিষয়ে ধারণা লাভ করে, আর যে বিষয়ে স্বল্প ধারণা ছিলো সেই বিষয়ে অধিকতর ধারণা লাভ করে।
আরিফুর রহমান, নরওয়ে।

ভাবাদর্শ; শ্লোক - ৪১৮

ভাবাদর্শ অমর রয়;
শরীরের মৃত্যু হয়।
মানুষ থেকে মানুষে
যুগ যুগ বেঁচে রয়।

পাদটীকা: আদর্শ এবং মূল্যবোধের মৃত্যু নাই।
আরিফুর রহমান, নরওয়ে।

ঋতুচক্র; শ্লোক - ৪১৬

রাতের পর ভোর হয়
হাসে দিনের আলো।
দুখের পরে সুখ আসে
ঘুচায় সকল কালো।

পাদটীকা: জীবন সুখ দুঃখের ঋতুচক্র। পালাক্রমে সব কিছুই আসে, যায়।
আরিফুর রহমান, নরওয়ে।

সৌন্দর্য; শ্লোক - ৪১৫

গায়ে রঙ যেমনই হোক
অন্তর যার আলো।
সে জন ভালোর মাঝে
শত গুণে ভালো।

পাদটীকা: বাহ্যিক রূপের সৌন্দর্যের চেয়ে আত্মিক রূপের সৌন্দর্য অধিক গুরুত্বপূর্ণ।
আরিফুর রহমান, নরওয়ে।

সত্য প্রতিষ্ঠা; শ্লোক - ৪১৪

মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা
অনৈতিকতার পরিচয়।
সত্য সর্বদা প্রতিষ্ঠিত হোক,
মিথ্যাকে কখনো নয়।

পাদটীকা: আমরা যদি সততা, ন্যায় কথা বা কাজের পক্ষে থাকি থাহলে অন্যরাও অনুপ্রাণিত হবে সৎ কর্ম করতে, নয়তো সমাজ একদিন মিথ্যায় ভরে যাবে আর সততা দুষ্প্রাপ্য মূল্যবোধে পরিণত হবে। তাই, জেনে বুঝে মিথ্যাকে প্রতিষ্ঠিত হতে সহায়তা করা উচিত নয়। সত্যের পক্ষে সর্বদা থাকা আমাদের নৈতিক দায়িত্ব হওয়া উচিত। 
আরিফুর রহমান, নরওয়ে।

উদ্বাস্তু; শ্লোক - ৪১৩

আমরা সকলেই উদ্বাস্তু;
শুক্রাণুরূপে পিতা থেকে মাতৃগর্ভে।
গর্ভ থেকে মাতৃকোলে;
বদলাবদলি শেষে উদ্বাস্তু মৃত্যুগর্ভে।

পাদটীকা: মানুষ, সভ্যতার শুরু থেকেই উদ্বাস্তু। মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি উদ্বাস্তু।
আরিফুর রহমান, নরওয়ে।

অম্ল; শ্লোক - ৪১২

দুধে টক মিশালে
বদলে হয় ছানা।
সম্পর্কে সন্দেহে
বাঁধে তাতে দানা।

পাদটীকা: টক যেমন দুধের অবস্থার পরিবর্তনের কারণ, অনুরূপ সন্দেহ সুসম্পর্ক নষ্টের কারণ।
আরিফুর রহমান, নরওয়ে।

স্বজন; শ্লোক - ৪০৯

ভালোবাসার মানুষকে
কেউ তচ্ছিল্য করে না।
কথায় কথায় দোষারোপ
স্বজন কখনো করে না।

পাদটীকা: ভালোবাসার মানুষকে কেউ কখনো অসম্মান করে না।
আরিফুর রহমান, নরওয়ে।

দেহত্যাগ; শ্লোক - ৪০৮

যে জন ভব মায়া ফেলে
ঈশ্বরলোকে যায় চলে।
আজীবন তপস্যাতেও
তার দেখা নাহি মেলে।

পাদটীকা: প্রাণ যদি একবার দেহ ত্যাগ করে, তাহলে সে আর কখনোই ফেরত আসে না।
আরিফুর রহমান, নরওয়ে।

যোগ্যতা; শ্লোক - ৪০৪

সম্মান এবং যোগ্যতা
মেলে সু কর্ম সাধানায়।
প্রেম ভালোবাসা মেলে
সম্মান যত্ন প্রকাশনায়।

পাদটীকা: উপযুক্ত কর্ম করলেই কেবল উপযুক্ত ফল মেলে।   
আরিফুর রহমান, নরওয়ে।

যোগ্যতা; শ্লোক - ৪০৪

সমতা; শ্লোক - ৪০০

যত আছে নারী পুরুষ কিন্নর কিন্নরী,
মানবিক মাপে সকলেই সমান।
একই পথে ভূমিষ্ট সব মানব সন্তান,
সকলের তরে সমান সম্মান।

পাদটীকা: মানবিক মূল্যবোধের পরিমাপে, মানুষ হিসেবে প্রতিটি মানুষই সমান।
আরিফুর রহমান, নরওয়ে।

প্রৌঢ়ি; শ্লোক - ৩৯৯

পানি ঢালার সময়,
পাত্রের ধারণ ক্ষমতার দিকে
খেয়াল রাখতে হয়,
অমাত্রা ঢালিলে হয় অপচয়।

পাদটীকা: যে পাত্রের ধারণ ক্ষমতা যতটুকু, সেই পাত্রে ততটুকুই ক্ষমতা দেয়া উচিত।

হালনাগাদ; শ্লোক - ৩৯৩

সময়ে নিজেকেও করতে হয়
প্রযুক্তির মত হালনাগাদ।
কাল অযোগ্য বলে গণ্য হবে
সুযোগ তোমায় দিবে বাদ।

পাদটীকা: সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নিজেকে সময়োপযোগী করার বিকল্প নাই।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: রডিয়ান কুতসয়েভ

পরিমাপ; শ্লোক - ৩৯২

ফিতা দিয়ে প্যান্ট শার্টের মাপ নেয়া যায়
মানুষের মাপ নয়।
ভিতরের মানুষ শারীরিক আকৃতির চেয়ে
বিশাল বড় হয়।

পাদটীকা: ফিতা দিয়ে কেবল মানুষের শারীরিক আকৃতি এবং উচ্চতার পরিমাপ নিতে পারি, কিন্তু মানুষের মানসিক পরিমাপ নিতে পারি না।


ছবি: কেনি লুও

যাত্রা; শ্লোক - ৩৯১

মানুষ জন্মে, শিক্ষিত হয়ে
দক্ষ হয়ে মরার জন্যে;
জীবন ভর ছুঁটে চলে, যেন
রকেট চলে মহাশূন্যে।

পাদটীকা: মানব জীবন একটি দীর্ঘ যাত্রা।

পরিবর্তন; শ্লোক - ৩৯০

নদীর কূল বানে ভেঙে যায়
ডাঙ্গার টানে ফিড়ে সে না আসে।
সময়ের স্রোতে পলি হারিয়ে
বালি হয়ে, অন্য কূলে মুচকি হাসে।

পাদটীকা: সময় এবং পরিবেশ পরিস্থিতির সাথে সাথে মানুষের অবস্থান এবং জীবনযাত্রা পরিবর্তন হয়।
আরিফুর রহমান, নরওয়ে।

পরিবর্তন; শ্লোক - ৩৯০
ছবি: এনেলিয়া স্যান্ডোভাল

সময়; শ্লোক - ৩৮৯

সময় আমাকে শিল্পী করেছে
শিখিয়েছে আঁকতে ছবি,
আমাকে লিখতে শিখিয়েছে
বানিয়েছে আমায় কবি।

পাদটীকা: পরিবেশে পরিস্থিতি মানুষকে অনেক কিছু হতেই বাধ্য করে।
আরিফুর রহমান, নরওয়ে।
 

ছবি: এডি ক্লাউস

অপাত্র; শ্লোক - ৩৮৭

ফুঁটো থলেতে পয়সা রাখিলে
তা আপনা বাহির হয়।
গোপন কথা অপাত্র জানিলে
তাহা গোপন নাহি রয়।

পাদটীকা: অযোগ্য পাত্রে উপযুক্ত জিনিস রাখতে নাই।
আরিফুর রহমান, নরওয়ে।


চিত্র: আরিফুর রহমান

চাকচিক্য; শ্লোক - ৩৮৬

চকচক করিলেই সব
পরিণত হয় না স্বর্ণে।
বিচার না করিও কভু
দেখিয়া বাহ্যিক বর্ণে।

পাদটীকা: চাকচিক্যময় বস্তু মানেই যেমন স্বর্ণ নয়, অনুরূপ সুশ্রী মনেই ভালো মানুষ নয়। বাহ্যিক রূপ সর্বদা চারিত্রিক রূপের প্রতিফলন নয়।
আরিফুর রহমান, নরওয়ে।

চাকচিক্য; শ্লোক - ৩৮৬
চিত্র: আরিফুর রহমান

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন