ঝাঁপ; শ্লোক - ২৬৩

পানির গভীরতা জেনে
ঝাঁপ দিতে হয় জলে।
অসচেতন পদক্ষেপ
যেতে পারে বিফলে।

পাদটীকা: জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার পূর্বে ভালোভাবে ভেবেচিন্তে নেয়া উচিত। অন্যথায় ভুল সিদ্ধান্তের পরিণতি ভোগ করতে হতে পারে।    
আরিফুর রহমান, নরওয়ে।

ঝাঁপ: শ্লোক - ২৬৩


লভ্যতা; শ্লোক - ২৬২

এক ফোঁটা জল নেই
জীবনে যখন খরা।
অবিরাম বৃষ্টি রাশি
জলাধার যখন ভরা।

পাদটীকা: জীবনে যখন যেটা প্রয়োজন সর্বদা তখন সেটা উপলব্ধ থাকে না। প্রয়োজন ফুরিয়ে গেলে কখনো কখনো উক্ত জিনিসের সহজ লভ্যতা দেখা দেয়। 
আরিফুর রহমান, নরওয়ে।

লভ্যতা; শ্লোক - ২৬২


জানা মানা; শ্লোক - ২৬১

আমরা জানি অনেক কিছু
কয় জনে সব মানি।
খাদ্য সবাই চিবিয়ে খায়
পান করা হয় পানি।

পাদটীকা: আমরা অনেক কিছুই শিখি কিন্তু বাস্তব জীবনে তার প্রয়োগ ঘটাই না। এই যেমন বাংলা ব্যাকরণে আমরা শিখেছি যাবতীয় তরল পানীয় পান করতে হয়, কিন্তু বলার সময় আমরা বাঙালিরা বাংলায় ভুল করে থাকি, বলে থাকি আমরা পানি খাই।  
আরিফুর রহমান, নরওয়ে।

জানা মানা; শ্লোক - ২৬১



সাধক; শ্লোক - ২৬০

চিত্রকর তাকে কয়
যে আঁকে ছবি।
সাধণায় সাধক হয়,
কবিতায় কবি।

পাদটীকা: সাধনা ব্যতীত সাধক হওয়া সম্ভব নয়। শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতে গেলে শিল্প সাধনা অতি জরুরি।
আরিফুর রহমান, নরওয়ে।

সাধক; শ্লোক - ২৬০


সাধনা; শ্লোক - ২৫৯

কাল ছিল ভিলেন,
আজকে সে নায়ক।
বাথরুম সিঙ্গার
সাধনায় গায়ক।

পাদটীকা: মনে প্রাণে সাধনা করলে অসম্ভবকেও সম্ভব করা যায়। সঠিক লক্ষ্য নির্ধারণ করে সঠিক পথে চললে সফল হওয়া যায়। 
আরিফুর রহমান, নরওয়ে।

সাধনা; শ্লোক - ২৫৯


নক্ষত্র; শ্লোক - ২৫৮

সব নক্ষত্রের ঠাঁই হয়না
সৌরজগতে বা আকাশে।
কিছু প্রজ্জ্বলিত হৃদয়াকাশে,
জীবদ্দশার সুকর্ম বিকাশে।

পাদটীকা: কিছু কিছু নক্ষত্র আমাদের রাতের আকাশকে আলোকিত করে অন্ধকারেও পথ দেখায়, আর কিছু নক্ষত্র আছে যাদের কর্ম আদর্শ আমাদের অনুপ্রাণীত করে জীবনের লক্ষ্য পথে এগিয়ে চলতে। 
আরিফুর রহমান, নরওয়ে।

নক্ষত্র; শ্লোক - ২৫৮


শুভ নববর্ষ; শ্লোক - ২৫৭

অমঙ্গল বিলীন হোক,
সুখেরা করুক স্পর্শ।
আসুক সুখময় নব দিন;
শুভেচ্ছা, শুভ নববর্ষ। 

পাদটীকা: দুঃসময় অতিবাহিত হয়ে যাক, সুন্দরেরা সঙ্গে থাক। সুখকর দিনের সূচনা নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হোক।   
আরিফুর রহমান, নরওয়ে।

শুভ নববর্ষ; শ্লোক - ২৫৭


মিনি কাব্য - ২৫৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বন্ধুর বেশে উড়ে এসে
জুড়ে বসে গান্ধী পোঁকা।
সময়ে প্রয়োজন ফুঁড়ালে
চলে যাবে দিয়ে ধোঁকা।

স্মরণ; শ্লোক - ২৫৫

মাঝে মাঝে মায়ের মুখখানি মনে পরে।
পালন করেছেন দুই ভাইবোনকে একলা ঘরে।
মমতায় আদরে ভালোবাসায় আষ্টেপিষ্টে;
এ কেমন ভুবন, প্রিয়জন চলে যায় চিরতরে?

পাদটীকা: আমার মায়ের স্মরণে।  

 
চিত্র: আরিফুর রহমান

মিনি কাব্য - ২৫৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জীবিত থাকার মানেই,
রোগ শোক দূঃখ চিন্তা।
মৃত্যুতে সব হতে মেলে
ত্রাণ পরিত্রাণ চির মুক্তি।

মিনি কাব্য - ২৫৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বাঙালি জীবিতকালে স্বজাতির দ্বারা
সর্বদাই অবহেলিত।
মৃত্যুরপরে সকলেই গায় গুণ কীর্তন;
করে পুষ্পাঞ্জলিত।

মিনি কাব্য - ২৫২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ক্ষণিকের তরে পৃথিবীতে আসি;
দূঃখে কাঁদি, সুখে হাসি।
সময়কে জয় করে বাঁচার স্বপ্ন দেখি;
স্বপ্ন দেখতে ভালোবাসি।

সংসার; শ্লোক - ২৫১

জগৎ সংসার আলোকিত
ভালোবাসা প্রেম প্রীতি মায়ায়।
স্বর্গীয় সংসার নরকে নামে
বিদ্বেষ বিবাদ হিংসার ছায়ায়।

পাদটীকা:
পারস্পরিক প্রেমপূর্ণ সংসার স্বর্গ স্বরূপ, এবং পারস্পরিক বিবাদপূর্ণ সংসার নরক স্বরূপ।
আরিফুর রহমান, নরওয়ে।

সংসার; শ্লোক - ২৫১


মিনি কাব্য - ২৫০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
নানান প্রাণ নানান রূপে
ভূমিষ্ট হয়, ধরার বুকে আসে।
নানান প্রাণ নানান সয়য়
ধরা দেয়, প্রাণ প্রাণতে মেশে।


নানা; শ্লোক - ২৪৯

নানা যুক্তি
নানা মত।
নানা গন্তব্য
নানা পথ।

পাদটীকা: আমাদের সকলের শিক্ষা, জ্ঞান, চিন্তা চেতনা এক নয়।  তাই আমাদের যুক্তি এবং মতাদর্শ ভিন্ন। পৃথিবীতে অনেক পথ, কিন্তু সকলের গন্তব্য বা লক্ষ্য এক নয়, তাই আমরা ভিন্ন ভিন্ন পথে হাটি।
আরিফুর রহমান, নরওয়ে।

নানা; শ্লোক - ২৪৯


মিনি কাব্য - ২৪৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মুখশের আড়ালে মুখ থাকে
প্রকৃত চেহারা ঢেকে রাখে।
বাহিরের রঙ কালো ধলো
অন্তরে থাকে মন্দ ভালো।

মিনি কাব্য - ২৪৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
দূর্বল বিশ্বাস হাওয়ায় নড়ে,
বিশ্বাসী তাই হাওয়ায় ডরে।
ভিত্তি যদি হয় শক্ত মজবুত,
অটল থাকে আঘাতে নিযুত।

মিনি কাব্য - ২৪৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
এক শাস্ত্রে দেবতা বলে সমতল,
ধরণীকে কেন্দ্র করে সূর্য্য মামা ঘোরে।
অন্য শাস্ত্রে মানব বলে অসত্য,
সূর্য্যকে কেন্দ্র করে গ্রহেরা ছুটে চলে।

মিনি কাব্য - ২৪৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
খ্যাত জনে অঞ্জলী পায়
মানব কিংবা দেবতায়।
সর্বাধিক প্রচারিত গান
লোকে আনমনে গায়।

মিনি কাব্য - ২৪৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
আমরা তখনই হই ব্যর্থ,
যখন লক্ষ্যার্জনে সংকল্প হতে হই বিচ্যুত।
আমরা ততক্ষণ জীবিত,
যতক্ষণ হৃদযন্ত্র শ্বাসপ্রশ্বাস চলে অবিরত।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন