মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ক্ষণিকের তরে পৃথিবীতে আসি;
দূঃখে কাঁদি, সুখে হাসি।
সময়কে জয় করে বাঁচার স্বপ্ন দেখি;
স্বপ্ন দেখতে ভালোবাসি।