শূন্য মোটেও মূল্যহীন নয়;
শূন্য করে পূর্ণতায়।
একের পিঠে এক শূন্যেই,
তা দশ হয়ে যায়।

পাদটীকা: আমারদের ভূ বিশ্ব স্বয়ং মহাশূন্যে ভেসে আছে, তাই শূন্যকে মূল্যহীন ভাবার কিছু নেই।  
আরিফুর রহমান, নরওয়ে।

শূন্য; শ্লোক - ২২৩