অপাত্র; শ্লোক - ৩৮৭

ফুঁটো থলেতে পয়সা রাখিলে
তা আপনা বাহির হয়।
গোপন কথা অপাত্র জানিলে
তাহা গোপন নাহি রয়।

পাদটীকা: অযোগ্য পাত্রে উপযুক্ত জিনিস রাখতে নাই।
আরিফুর রহমান, নরওয়ে।


চিত্র: আরিফুর রহমান

চাকচিক্য; শ্লোক - ৩৮৬

চকচক করিলেই সব
পরিণত হয় না স্বর্ণে।
বিচার না করিও কভু
দেখিয়া বাহ্যিক বর্ণে।

পাদটীকা: চাকচিক্যময় বস্তু মানেই যেমন স্বর্ণ নয়, অনুরূপ সুশ্রী মনেই ভালো মানুষ নয়। বাহ্যিক রূপ সর্বদা চারিত্রিক রূপের প্রতিফলন নয়।
আরিফুর রহমান, নরওয়ে।

চাকচিক্য; শ্লোক - ৩৮৬
চিত্র: আরিফুর রহমান

লৌকিক; শ্লোক - ৩৮৫

প্রাণ বলিতে স্রষ্টা তুষ্ট
এ ধারণা সম্পূর্ণ লৌকিক।
রক্তপাত ও বলি দানে
দেব তুষ্ট, বলে পৌত্তলিক।

পাদটীকা: ঈশ্বরের সন্তুষ্টির লক্ষ্যে প্রাণ হত্যা পৌত্তলিকতার নিদর্শন।

ছবি: আরিফুর রহমান

উত্তর; শ্লোক - ৩৮৪

কাঙ্খিত উত্তর
না মেলে যতক্ষণ,
মনে কৌতূহল
রয় ঠিক ততক্ষণ।

পাদটীকা: উত্তর পেয়ে গেল সে বিষয়ে প্রশ্ন করার মতো কিছু থাকে না।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: আরিফুর রহমান

জয়; শ্লোক - ৩৮৩

উত্তর মেরু, দক্ষিণ মেরু
সাহসীরাই করেছে জয়।
সাহসীরাই শিখরে উঠেছে
জয় করেছে হিমালয়।

পাদটীকা: কোনো কিছু জয় করতে চাইলে সাহস থাকা বাঞ্চনীয়।

কাল; শ্লোক - ৩৮২

“আজ” একদিন গল্প হবে;
“আজ” যখন অতীত হবে।
বর্তমানের সুখ, কান্না হাসি
স্মৃতির পাতায় গেঁথে রবে।

পাদটীকা: বর্তমান সময় অতিবাহিত হয়ে গেলে সময়ের বিবর্তনে বর্তমান অতীত হিসেবে গণ্য হয়।
আরিফুর রহমান, নরওয়ে।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন