নদীর উৎপত্তি ঝরণা হলেও
সাগর তাহার গন্তব্য।
দক্ষের বাণ স্তব্ধ না করে,
মূর্খ লোকের মন্তব্য।
সাগর তাহার গন্তব্য।
দক্ষের বাণ স্তব্ধ না করে,
মূর্খ লোকের মন্তব্য।
পাদটীকা: নদীর উৎপত্তি ঝর্ণায় হলেও সে সকল বাধাকে উপেক্ষা করে সাগরে গিয়ে মিলিত হয়। কোনো বাধাই নদীর গন্তব্যকে থামাতে পারে না। অনুরূপ বিজ্ঞ বা জ্ঞানী সমাজের যে স্তরেই থাকুক না কেন, সে সকল বাধাকে উপেক্ষা করে আপন লক্ষ্যে ছুটে চলে মূর্খ লোকদের কটু কথা তাকে লক্ষ্য হতে বিচ্যুত করতে পারে না।
- আরিফুর রহমান, নরওয়ে।