উৎকৃষ্ট কথা ও কর্ম ব্যক্তিকে
অনুকরণীয় অনুসরণীয় করে।
মানুষ তাকেই অনুসরণ করে
যাকে সে আদর্শ মনে করে। 

পাদটীকা: সাধারণকে নয়, অসাধারণকেই মানুষ অনুকরণ এবং অনুসরণ করে। অনুকরণীয় এবং অনুসরণীয় হতে চাইলে ব্যক্তির অসাধারণ মূল্যবোধ থাকাটা ব্যাধ্যতামূলক। 
আরিফুর রহমান, নরওয়ে।